ঋষভ পন্থের ব্যাটিং নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সুনীল গাভাসকর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় চোদ্দো মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বিসিসিআইয়ের (BCCI) তরফে ইতিমধ্যেই আসন্ন আইপিএলে (IPL 2024) খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। পুরো দমে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে অনুশীলনও করছেন তিনি।
যদিও ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) পন্থ-প্রত্যাবর্তন নিয়ে কিছুটা সন্দিহান। তাঁর মতে , আইপিএলের শুরুর দিকে পুরনো ছন্দের ঋষভকে পাওয়া খুবই কঠিন। তবে একইসঙ্গে জানিয়েছেন যে, যত বেশি ঋষভ ব্যাট করবেন, ততই তাঁর হাঁটু আরও বেশি ভালো কাজ করবে।
গাভাসকর একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “ঋষভকে পুরনো ছন্দে পাওয়াটা বেশ কঠিন হবে। তবে একটা ভালো ব্যাপার হল, ও কিছুদিন ধরেই ক্রিকেট খেলছে। বেশ কিছুদিন অনুশীলনও করেছে। যদিও ব্যাটিংয়ে যে সাবলীলতা দরকার, সেটা পাওয়া একটু কঠিন হবে।” প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি আরও জানিয়েছেন যে, উইকেটকিপিংয়ে ক্ষেত্রে হাঁটু যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যাটিংয়ের ক্ষেত্রেও। তিনি বলেন, “আমরা শুরুতে পুরনো ঋষভকে দেখতে পাব না। যে পন্থকে দেখতে আমরা অভ্যস্ত, তা পাওয়া একটু কঠিন।”
গাভাসকর বলেছেন যে, উইকেটের পিছনে ঋষভের উপস্থিতি মাঠে বাড়তি বিনোদন এনে দেয়। তাঁর বক্তব্য, “ম্যাচ চলাকালীন প্রতিটি দলেরই উইকেটকিপার বিভিন্ন মন্তব্য করে ব্যাটারদের একাগ্রতা নষ্ট করার চেষ্টা করে। ঋষভও করে। তবে ওর হিউমার দুর্দান্ত। যাদের উদ্দেশ্যে কথাগুলি বলে, তারও ওর কথায় হাসে। একাগ্রতা নষ্ট হয়। এতে দলেরই লাভ, তাই না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.