সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তির নামাঙ্কিত সিরিজ। কিন্তু পাঁচ ম্যাচের হাড্ডাহাড্ডি টক্করের শেষে উপেক্ষিত থেকে গেলেন ভারতীয় কিংবদন্তি। স্টেডিয়ামে থাকলেও পুরস্কার দেওয়ার মঞ্চে ডাকা হল না সুনীল গাভাসকরকে। সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার।
রবিবার সিডনিতে টেস্ট জিতে এক দশক পরে বর্ডার-গাভাসকর ট্রফি ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। মাঠে বসেই সেই মুহূর্তের সাক্ষী থাকেন সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডার, যাঁদের নামে নামাঙ্কিত এই সিরিজ। ম্যাচ শেষ হওয়ার পরে দেখা যায়, পুরস্কার প্রদানের মঞ্চে হাজির বর্ডার। সিরিজজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তিনিই ট্রফি তুলে দেন। ধারাভাষ্য দিতে মাঠে হাজির থাকা গাভাসকরকে অবশ্য অনুষ্ঠানের কোথাও দেখা যায়নি।
গোটা ঘটনায় অত্যন্ত হতাশ হয়েছেন গাভাসকর। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে তিনি বলেন, “ট্রফি দেওয়ার সময়ে মঞ্চে থাকতে পারলে অবশ্যই খুব খুশি হতাম। ফলাফল যাই হোক না কেন, এটা বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশই এই ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে। এটুকুই বলতে চাই, আমি মাঠে রয়েছি। অস্ট্রেলিয়া জিতলেও সেটা নিয়ে আলাদা করে কিছু এসে যায় না। ওরা ভালো খেলেছে তাই জিতেছে। শুধু ভারতীয় বলেই আমি ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না।”
গাভাসকর আরও বলেন, প্রিয় বন্ধু বর্ডারের সঙ্গে মিলে ট্রফি দিতে পারলে তিনি খুব খুশি হতেন। যদিও আয়োজকদের তরফে গাভাসকরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, অজিরা সিরিজ জিতলে তাঁকে পুরস্কার প্রদানের মঞ্চে ডাকা হবে না। সিডনি টেস্টের শুরুতেই গাভাসকরকে বলা হয়, ভারত যদি এই টেস্ট হারে বা ড্র করে তাহলে সিরিজ জিতবে অজিরা। তাদের হাতে ট্রফি তুলে দেবেন অ্যালান বর্ডার। ভারতীয় কিংবদন্তির মতে, যেহেতু দুজনের নামে ট্রফি, তাই দুজনকেই পুরস্কার প্রদানের মঞ্চে ডাকা উচিত। সেরকমটা হয়নি বলে আশাহত ভারতীয় কিংবদন্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.