সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারের পর সকলকে ছাপিয়ে জনপ্রিয় গানের তালিকায় শীর্ষে উঠে এসেছে নাটু নাটু (Natu Natu)। ইতিহাস গড়ে বেস্ট অরিজিনাল সং হিসাবে অস্কার জিতেছে ট্রিপল আর ছবির এই গান। ঐতিহাসিক এই জয় উদযাপন করতে শামিল হন আপামর ভারতবাসী। বাদ পড়েনি ক্রিকেটমহলও। নাতু নাতু গানের ছন্দে পা মেলালেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রিল বানালেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
আহমেদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) চতুর্থ টেস্টের শেষ দিন সকালেই সুখবর পান ভারতবাসী। সোমবার ভোরেই জানা যায়, অস্কার জিতেছে ভারতের নাটু নাটু। সেই খবর পেয়েই উচ্ছ্বসিত সারা দেশ। ভারতের টেস্ট ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেনের মতো তারকারা। খবর পেয়েই নাটু নাটু গানের কলাকুশলীদের শুভেচ্ছা জানান তাঁরা।
খেলার বিরতিতে মাঠে নেমে আসেন গাভাসকর-সহ অন্যান্য ধারাভাষ্যকার। মাঠের মধ্যেই গান চালিয়ে নাচে মেতে ওঠেন লিটল মাস্টার। পর্দার রামচরণ-জুনিয়র এনটিআরের মতোই জুটিতে নেচে ওঠেন গাভাসকর ও অস্ট্রেলিয়া ব্যাটার ম্যাথু হেডেন। তাঁদের ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে গাভাসকর বলেন, রোহিতদের ড্রেসিংরুমেও নিশ্চয়ই নাটু নাটু গান বাজানো হচ্ছে।
WTC Final mein pravesh karein, toh jashn world-class banta hai!#SunilGavaskar, @HaydosTweets, @imAagarkar, #SanjayBangar & @jatinsapru ne manaya 🏆 Oscar ki jeet aur WTC qualification dono ka jashn!🕺🕺
Mubarak ho @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan & #MMKeeravani. pic.twitter.com/9xRdtMMRqg— Star Sports (@StarSportsIndia) March 13, 2023
নাতু নাতুর সাফল্য উদযাপনে বাদ পড়েননি ভারতের বর্তমান ক্রিকেটাররাও। বর্ডার গাভাসকর ট্রফিতে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ভারতের স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ম্যাচের শেষে ড্রেসিংরুমেই নাটু নাটু গানে একটি রিল বানান তাঁরা। যদিও পর্দার তারকাদের মতো নাচেননি দুই স্পিনার। তবে নেটিজেনদের আবদার, এরপর গানের তালে নেচে ভিডিও আপলোড করুন দুই তারকা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.