Advertisement
Advertisement
Sunil Gavaskar

গাভাসকরের চোখে এই ভারত অধিনায়কই ‘ক্যাপ্টেন কুল’, ধোনি ভাবলে ভুল করবেন!

নিজের পছন্দের ব্যাখ্যাও দিয়েছেন দেশের সর্বকালের সেরা ওপেনার।

Sunil Gavaskar says who is the original captain cool, it's not MS Dhoni | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 25, 2023 8:21 pm
  • Updated:June 25, 2023 8:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাপ্টেন কুল বললেই চোখের সামনে কোন ভারতীয় অধিনায়কের মুখ ভেসে ওঠে? আর দশজন ক্রিকেটপ্রেমীর মতো আপনিও নিশ্চয়ই বলবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)! কিন্তু সুনীল গাভাসকর অবশ্য তেমনটা বলছেন না। বরং তাঁর চোখে ক্যাপ্টেন কুল অন্য এক অধিনায়ক।

আজ, রবিবার, ২৫ জুন। ঠিক ৪০ বছর আগে ১৯৮৩ সালে এই দিনেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দল। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপের ২২ গজে নেমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গোটা দুনিয়াকে চমকে দিয়ে ট্রফি হাতে তুলেছিলেন কপিল দেব নিখাঞ্জ। লর্ডসের ব্যালকনির সেই দৃশ্য আরও টাটকা ভারতীয়দের স্মৃতিতে। সেই রঙিন ইতিহাসে আজও গর্বিত দেশ। আর সেই স্মৃতির ঝাঁপি খুলে আর মনের গোপন কথাটি জানিয়ে দিলেন গাভাসকর। বিশ্বজয়ী দলের সদস্যের কাছে ধোনি অতি প্রিয় পাত্র হলেও, আসল ক্যাপ্টেন কুল হলেন তাঁর অধিনায়ক কপিল দেব (Kapil Dev)!

Advertisement

[আরও পড়ুন: দুষ্কৃতীদের মারে পা ভাঙলেও মন চাঙ্গা! সাইকেল নিয়ে দিনভর প্রচারে ৭২’এর কংগ্রেস প্রার্থী]

kapil

সানির চোখে কেন ক্যাপ্টেন কুল কপিল? সে ব্যাখ্যাও দিয়েছেন দেশের সর্বকালের সেরা ওপেনার। গাভাসকরের কথায়, “ব্যাট আর বলে কপিলের পারফরম্যান্স অনবদ্য। ফাইনালে ভিভ রিচার্ডসের ক্যাচটাও ভুললে চলবে না। অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। এই ফরম্যাটে ঠিক যেমনটা দরকার ছিল। আর কোনও ফিল্ডার ক্যাচ মিস করলে কিংবা মিস-ফিল্ড করলেও ঠান্ডা মাথায় তাঁর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতেন। আর সেটাই তাঁকে ক্যাপ্টেন কুল বানিয়েছে।”

তিরাশির বিশ্বকাপে নেতৃত্বের পাশাপাশি ব্যাটার হিসেবেও নজরকাড়া পারফর্ম করেছিলেন কপিল দেব। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ১৭৫ রান করেন তিনি। হাত ঘুরিয়েও একাধিক ম্যাচে জেতান দলকে। এরই পাশাপাশি সতীর্থদের উপর কখনও মেজাজও হারাননি। আর সেই কারণেই সব অর্থেই কপিল দেবকে ক্যাপ্টেন আখ্যা দিয়েছেন গাভাসকর।

[আরও পড়ুন: মর্মান্তিক! ‘মৃত স্ত্রীকে নিজের কাঁধে নিয়ে দাহ করতে যাই’, যন্ত্রণার কথা রাজপাল যাদবের মুখে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement