Advertisement
Advertisement
Sunil Gavaskar

আসন্ন টি-২০ বিশ্বকাপেই অধিনায়ক হওয়া উচিত রোহিতের, মত গাভাসকরের

কোহলিকে আর একটুও সময় দিতে রাজি নন গাভাসকর!

Sunil Gavaskar has backed Rohit Sharma to captain India in T20Is | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2021 4:13 pm
  • Updated:October 19, 2021 11:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়বেন। ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু টিম ইন্ডিয়ার কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) মনে করছেন, অতদিন অপেক্ষা করার প্রয়োজন নেই। আসন্ন টি-২০ বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক ঘোষণা করে দেওয়া হোক। শুধু তাই নয়, আগামী বছরের বিশ্বকাপেও রোহিতকেই অধিনায়ক চাইছেন গাভাসকর।

‘Batsman' has been amended to 'batter' in laws of cricket by the MCC

Advertisement

প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন,”আগামী দুটো বিশ্বকাপেই রোহিতের (Rohit Sharma) অধিনায়কত্ব করা উচিত। বলা যেতে পারে দুটি বিশ্বকাপ কার্যত পরপর। একটা আগামী মাসে আরেকটা ঠিক এক বছর পরে। হাতে সময় বেশি নেই। এই সময়ে বারবার অধিনায়ক বদল ঠিক নয়। আর অবশ্যই এই দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করার জন্য রোহিতই আমার প্রথম পছন্দ।” প্রসঙ্গত, আইপিএলের (IPl 2021) পরপরই আমিরশাহী এবং ওমানে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তারপর আগামী বছরে দেশের মাটিতে ফের বিশ্বকাপ খেলতে নামবে মেন ইন ব্লু। কোহলির ঘোষণা অনুযায়ী এবারের বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা তাঁরই। কিন্তু গাভাসকর চাইছেন, বিশ্বকাপের আগেই দায়িত্ব দিয়ে দেওয়া হোক রোহিতকে।

[আরও পড়ুন: IPL 2021: চাপের মুখে ফের জ্বলে উঠল মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফের আশা জিইয়ে রাখলেন রোহিতরা]

বস্তুত, পরপর আইসিসি (ICC) ইভেন্টে ব্যর্থতার জেরে ক্রমশ চাপ বাড়ছিল অধিনায়ক কোহলির উপর। শোনা যাচ্ছিল টি-২০ বিশ্বকাপের পরই তাঁকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক পদে আনতে পারে বোর্ড। স্বাভাবিকভাবেই, বিরাটের পর সহ-অধিনায়ক রোহিতের ভাগ্যে শিকে ছেঁড়া উচিত বলে মনে করছেন গাভাসকর।

[আরও পড়ুন: IPL 2021: দিল্লির বিরুদ্ধে কষ্টার্জিত জয়, প্লে-অফের আশা উজ্বল হচ্ছে কেকেআরের]

প্রসঙ্গত, বিরাটের পর রোহিতই যে ভারতের অধিনায়ক হতে চলেছেন, তা নিয়ে মোটামুটি নিশ্চিত ক্রিকেট মহল। গাভাসকরও সেটাই ধরে নিচ্ছেন। এবং সেটা ধরে নিয়েই টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসাবে দু’জনের নাম প্রস্তাব করেছেন কিংবন্দন্তি। গাভাসকরের মতে রোহিতের ডেপুটি পদে দু’জনের নাম ভাবা যেতে পারে। প্রথম নাম লোকেশ রাহুলের। দ্বিতীয় নামটি ঋষভ পন্থ। গাভাসকর বলছেন,”টি-২০ দলের সহ-অধিনায়ক হিসাবে আমার প্রথম পছন্দ কে এল রাহুল। তবে ঋষভ পন্থের কথাও ভাবব। জেভাবে ও তারকাখচিত দিল্লি দলের নেতৃত্ব দিয়েছেন, তা বেশ প্রশংসনীয়। টি-২০ বিশ্বকাপে ওর মতো অধিনায়কই প্রয়োজন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement