Advertisement
Advertisement
Sunil Gavaskar

জিমে ওজন তুলতে গিয়ে চোট পাচ্ছেন বোলাররা, এশিয়া কাপের দল নির্বাচনের পর বললেন সানি

গাভাসকর মনে করেন, জিম ফিটনেস নয়, ক্রিকেট ফিটনেস গুরুত্বপূর্ণ।

Sunil Gavaskar has a warning for India pacers ahead of Asia Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 21, 2023 5:38 pm
  • Updated:August 29, 2023 12:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পেসাররা ক্রিকেট-ফিট হোক, জিম ফিট নয়। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) এশিয়া কাপের ঘোষিত দল দেখার পরে এমন মন্তব্য করেন।
চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন জশপ্রীত বুমরাহ। চোট সারিয়ে এশিয়া কাপের (Asia Cup) দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। এশিয়া কাপের দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণাও।

গাভাসকর বলছেন, ”যে চোটগুলো হয়েছে, সেগুলো ওজন তুলতে গিয়েই হয়েছে। আমি বিশেষজ্ঞ নই, ভুল হতেই পারি, তবে আমার মনে হয় বেশি ওজন তুলতে গিয়েই চোট পেয়েছে ক্রিকেটাররা। আমার মতে এতে ক্রিকেটের উন্নতি হয় না। অতীতে ফাস্ট বোলাররা এত চোট পেত না।” 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয়ের পরই মহিলা তারকাকে চুমু স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, তুঙ্গে বিতর্ক]

 

গাভাসকর আরও বলেন, ”ক্রিকেটীয় ফিটনেস অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি। আমার মনে হয় সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বায়ো মেকানিকস কী কাজ করেন, সে ব্যাপারে আলোকপাত করতে পারবে অজিত আগরকর।”

এশিয়া কাপে ২ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে। গাভাসকর বলছেন, ”ক্রিকেট ফিট হওয়ার দরকার রয়েছে। ট্রেডমিলে কে কত মাইল ছুটছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বল নিয়ে কত মাইল দৌড়চ্ছো সেটাই দরকারি।” 

[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement