সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুল শট রোহিত শর্মার (Rohit Sharma) সিগনেচার শট। পুল শটের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে রোহিতের। এই শট মেরে অনেক রান করেছেন ‘হিটম্যান’। আবার এই পুল মারতে গিয়ে উইকেট ছুঁড়েও দিয়ে এসেছেন। রোহিতের এই পুল প্রীতির জন্য দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) তাঁকে সতর্ক করে দিয়ে বলছেন, উইকেটে সেট না হওয়া পর্যন্ত এই পুল শটটা ঠান্ডা ঘরে পাঠানো উচিত।
শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টে খুব সহজেই জিতেছে ভারত। দ্বিতীয় টেস্ট দিন-রাতের হতে চলেছে। প্রথম টেস্টে রোহিত পুল মারতে গিয়েই আউট হয়েছেন। লাহিরু কুমারার ওভারের প্রথম দুটো বলে পর পর দুটো বাউন্ডারি মারার পরে চতুর্থ বলে সেই পুল মারতে গিয়েই ধরা পড়েন লং অনে।
আর বারংবার এই পুল মেরে আউট হওয়ার জন্যই গাভাসকর পরামর্শ দিয়ে রোহিতকে বলছেন, ”রোহিতের এবার পুল শট নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসেছে। এ নিয়ে অনেকে তর্ক করতেই পারে এই শট থেকে রান পাওয়া যায়। কিন্তু এটাই একমাত্র শট নয় ওর ভাণ্ডারে। আরও অনেক শট খেলতে জানে রোহিত। বেশ কয়েকজন বোলার যাঁদের গতি আছে তাঁরা কিন্তু রোহিতের বিরুদ্ধে সুযোগ নেবে। দুটো ছক্কা বা চার মারলেও বোলারের সুযোগ রয়েছে উইকেট নেওয়ার কারণ পুল মারলে বল শূন্যেই থাকছে।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ২৯ রান করেন রোহিত। গাভাসকর মনে করছেন পুল মারার ক্ষেত্রে শতকরা হার নিয়ে রোহিতের চিন্তাভাবনা করা উচিত। যদি হিটম্যান মনে করেন, এই পুল মারার ক্ষেত্রে শতকরা হার খেটে যাচ্ছে তাহলে খেলতেই পারেন। কিন্তু এই মুহূর্তে তা রোহিতের হয়ে কথা বলছে না। গাভাসকর তাই বলছেন, ”এই পুল শটটা শীতল ঘরে পাঠানো উচিত রোহিতের, যতক্ষণ না ৮০, ৯০ বা ১০০ পৌঁছাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.