সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনই খারাপ খবর এল বিরাট কোহলি সমর্থকদের জন্য। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়াতে হল টিম ইন্ডিয়ার অধিনায়ককে। বিরাটকে সরিয়ে শীর্ষস্থান পুনর্দখল করলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই মুহূর্তে ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে স্মিথ। কোহলির রেটিং পয়েন্ট ৯০৩। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
বল-বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে শীর্ষস্থানে ছিলেন স্টিভ স্মিথ। এমনকী নির্বাসিত হওয়ার বেশ কয়েকমাস পরে পর্যন্ত ওই স্থান ছিল তাঁর দখলে। তারপর টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন কোহলি। প্রায় একবছর টেস্ট ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের সিংহাসনে বসেছিলেন বিরাট। সম্প্রতি টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে স্টিভ স্মিথের। নির্বাসন কাটিয়ে ফেরার পর চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান তিনি। দ্বিতীয় টেস্টেও ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ভাল খেললেও অধিনায়ক কোহলির তেমন গুরুত্বপূর্ণ অবদান নেই। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চার ইনিংসে কোহলির সংগ্রহ যথাক্রমে, ৯, ৫১, ৭৬ এবং শূন্য।
সার্বিকভাবে টেস্ট ক্রিকেটের নিরিখে সেয়ানে সেয়ানে লড়াই করছেন দুই মহাতারকা। স্টিথ স্মিথ ৬৬টি টেস্টে ৬, ৫৭৭ রান করেছেন। দখলে ৩৫টি শতরান। অন্যদিকে, কোহলি ৭৯টি টেস্টে ৬,৭৪৯ রান করছেন। তাঁরও দখলে রয়েছে ২৫টি সেঞ্চুরি।
কোহলির ব়্যাঙ্কিংয়ে অবনতি হলেও উন্নতি হয়েছে অজিঙ্ক রাহানের। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক উঠে এসেছেন সপ্তম স্থানে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার বুমরাহ প্রথমবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম তিনে চলে এলেন। ৮৩৫ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাত্র ২ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন বুমরাহ। এর মধ্যে দ্বিতীয় টেস্টে একটি হ্যাটট্রিকও রয়েছে। লাগাতার দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার পেসার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.