Advertisement
Advertisement

Breaking News

Sachin Tendulkar

বিশ্বকাপের মধ্যেই ওয়াংখেড়েতে শচীনের মূর্তি উন্মোচন, জেনে নিন দিনক্ষণ

ওয়াংখেড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন শচীন।

Statue of Sachin Tendulkar will be unveiled at Wankhede Stadium । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 30, 2023 8:47 pm
  • Updated:October 30, 2023 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি। এই মাঠেই জীবনের বৃত্ত সম্পূর্ণ হয়েছিল তাঁর।
২০১১ সালে এই ওয়াংখেড়েতেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার পরের দৃশ্য চিরদিনের ফ্রেমে জায়গা করে নিয়েছে। সতীর্থদের কোলে তিনি। হাতে রয়েছে ভারতের পতাকা। 

[আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীনই দুঃসংবাদ শ্রীলঙ্কার ক্রিকেটে, দ্বীপরাষ্ট্রের অকৃত্রিম ভক্ত অভয়শেখরা প্রয়াত]

তিনি শচীন তেণ্ডুলকর। ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আবার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন মুম্বইকর। কেরিয়ারের শেষ স্টেশনে এসে শচীনের ফেয়ারওয়েল স্পিচ চোখে জল এনেছিল ক্রীড়াপ্রেমীদের।  

Advertisement


সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই বসছে মাস্টার ব্লাস্টারের মূর্তি। তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে তাঁর প্রমাণ মাপের মূর্তিটি ৷ ১ নভেম্বর উন্মোচিত হবে শচীনের স্ট্যাচু। থাকবেন স্বয়ং শচীন তেণ্ডুলকর। সেদিন চাঁদের হাট বসবে ওয়াংখেড়েতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও উপস্থিত থাকবেন শচীনের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহও থাকবেন এই অনুষ্ঠানে। 

[আরও পড়ুন: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement