Advertisement
Advertisement

Breaking News

Mumbai Indians

আশার আলো মুম্বই ইন্ডিয়ান্সে! দলে ফিরতে চলেছেন তারকা ব্যাটার

তাঁর হাত ধরে কি ছন্দে ফিরবেন পাণ্ডিয়ারা?

Star Batter set to join Mumbai Indians

মুম্বই ইন্ডিয়ান্স।

Published by: Arpan Das
  • Posted:April 4, 2024 2:00 pm
  • Updated:April 4, 2024 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচ হেরে বিপাকে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ঘরে-বাইরে বিতর্কে বেহাল অবস্থা পাঁচ বারের আইপিএল (IPL) জয়ী দলের। তার মাঝেই খুশির খবর হার্দিক পাণ্ডিয়ার দলে। চোট সারিয়ে দলে ফিরছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠের বাইরে। শেষ তাঁকে ব্যাট হাতে দেখা গিয়েছে গত বছরের ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেছিলেন ‘স্কাই’। ওই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। তার পর স্পোর্টস হার্নিয়ার অপারেশন হয় তাঁর।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা লিগে চারজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক, নিয়ম আনল IFA]

এত দিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছিল সূর্যকুমারের। তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। অবশেষে মাঠে নামার ছাড়পত্র পেলেন তিনি। রিপোর্ট অনুযায়ী খুব দ্রুত তিনি মুম্বই দলের সঙ্গে যুক্ত হবেন।

[আরও পড়ুন: দিল্লির বিরুদ্ধে একাধিক রেকর্ড কেকেআরের, রাসেল-নারিনদের সঙ্গে নজর কাড়লেন তরুণ নাইটও]

এবারের আইপিএলে সূর্যের খেলা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। বোর্ড থেকে জানানো হয়েছিল, ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে খেলার অনুমতি পাবেন তিনি। অবশেষে সেই ছাড়পত্র পেলেন ৩৩ বছর বয়সি তারকা ব্যাটার। মুম্বইয়ের পরের ম্যাচ ৭ এপ্রিল দিল্লির বিরুদ্ধে। তার আগেই দলে যোগ দিতে পারেন সূর্য। দিল্লির বিরুদ্ধে মাঠেও নামতে পারেন তিনি। তিন ম্যাচ হারার আঁধার কি কাটবে সূর্যের আলোয়? আশায় মুম্বই সমর্থকরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement