সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মার। ব্যাট হাতে বিশ্রী ফর্ম। আবার দলও ভাল খেলতে পারছে না। তার উপর জুটছে প্রাক্তনদের গঞ্জনা। সেই গঞ্জনার সুরও রীতিমতো চড়া। একেবারে নাম বদলে নেওয়ার পরামর্শ। তাও আবার দিলেন ভারতেরই প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
আইপিএলের খারাপ ফর্ম নিয়ে ভারত অধিনায়ককে রীতিমতো কটু কথা শোনালেন শ্রীকান্ত। প্রাক্তন নির্বাচকপ্রধান বলে দিলেন, “নিজের নাম রোহিত শর্মা (Rohit Sharma) থেকে বদলে নো হিট শর্মা করে নেওয়া উচিত রোহিতের।” শ্রীকান্তের সাফ কথা, “আমি যদি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হতাম, তাহলে ওকে প্রথম একাদশেই রাখতাম না।” একা শ্রীকান্ত নন, রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকরও। আগেই রোহিতকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। এদিন ফের সেই একই পরামর্শ দিলেন গাভাসকর।
২০১৭ সালের পর থেকেই আইপিলে (IPL) রোহিতের গড় তিরিশের নিচে নেমে গিয়েছে। গত বছর গোটা মরশুমে একটাও অর্ধশতরান করতে পারেননি তিনি। গড় ছিল একুশের আশেপাশে। চলতি টুর্নামেন্টেও রোহিতকে বিবর্ণই দেখাচ্ছে। এবারের আইপিএলে ১০টি ম্যাচে ১৮৮ রান করেছেন হিটম্যান। গড় মাত্র ১৮.৪। একটা অর্ধশতরান ছাড়া দলের ব্যাটিংয়ে বিশেষ অবদান নেই হিটম্যানের।
শেষ দু’ম্যাচেই শূন্য করেছেন রোহিত (Rohit Sharma)। যার প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সেও। আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে মুম্বই। তবে এতকিছুর পরও রোহিতকে এভাবে ‘নো হিট’ বলে দেওয়াটাকে সমর্থন করছেন না অনেকেই। আকাশ চোপড়া যেমন বলে দিচ্ছেন, প্রাক্তন ক্রিকেটারদের এভাবে ‘ট্রোলার’দের মতো আচরণ করাটা কাম্য নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.