Advertisement
Advertisement
Niroshan Dickwella

ক্রিকেটে ডোপিংয়ের কলঙ্ক! অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার ব্যাটার ডিকওয়েলা

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

Sri Lankan cricketer Niroshan Dickwella has been suspended indefinitely following a doping violation

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:August 17, 2024 12:05 am
  • Updated:August 17, 2024 12:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সেখানে কোনও ডোপিংয়ের খবর এখনও বড় করে চর্চায় আসেনি। এরই মধ্যে ক্রিকেটে ছায়া ফেলল ডোপিংয়ের কলঙ্ক। শ্রীলঙ্কার ক্রিকেটার নিরোশন ডিকওয়েলাকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে। ডোপিংয়ের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করেই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ডিকওয়েলার ডোপিংয়ের ঘটনাটি ঘটে লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন। তখনই ডোপ টেস্টে ব্যর্থ হন এই ব্যাটার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে জানানো হয়েছে, যতদিন না ডোপিং বিরোধী নীতি অনুযায়ী পূর্ণাঙ্গ তদন্ত শেষ হচ্ছে, ততদিন ডিকওয়েলাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডিকওয়েলার নির্বাসন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। পরবর্তী নোটিশ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।”

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]

সেই সঙ্গে তারা জানিয়েছে, “খেলাধুলোর ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য শ্রীলঙ্কার ডোপিং বিরোধী সংস্থা ২০২৪ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের ডোপ টেস্ট করে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডোপিং বিরোধী সংস্থার নির্দেশিকা সম্পূর্ণভাবে মেনে চলে হয়েছে। ক্রিকেটে যাতে কোনও নিষিদ্ধ ড্রাগের প্রভাব না থাকে, তাই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রক এই ডোপ টেস্ট আয়োজন করে।” আর সেখানেই ধরা পড়েছেন ডিকওয়েলা।

[আরও পড়ুন: আদালতের নির্দেশে ফের নির্বাসন আতঙ্ক! বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই সমস্যায় কুস্তি ফেডারেশন]

যদিও ৩১ বছর বয়সি শ্রীলঙ্কার ক্রিকেটার এর আগেও বিতর্কে জড়িয়েছেন। কোভিডের সময় সতীর্থদের সঙ্গে বায়ো-বাবল ভেঙে বেরিয়ে যান তিনি। দেশের হয়ে ডিকওয়েলা এখনও পর্যন্ত ৫৪টি টেস্ট খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর ইনিংস ৫২। এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি গল মার্ভেলসের অধিনায়কও ছিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement