Advertisement
Advertisement

Breaking News

Kolkata Knight Riders

আইপিএলের আগে নাইট শিবিরে হইচই, শ্রীলঙ্কা জাতীয় দলে যোগ দিলেন বোলিং কোচ

ভরত অরুণের সঙ্গে থাকছেন আরও এক প্রাক্তন তারকা।

Sri Lanka cricket set to rope in Bharat Arun to its coaching setup। Sangbad Pratidin

এবার সুনীল নারিন-বরুণ চক্রবর্তীদের সঙ্গে পুরো মরশুম জুড়ে থাকবেন বোলিং কোচ? ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 19, 2024 4:38 pm
  • Updated:March 13, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর কয়েক সপ্তাহ সময়। আইপিএলের (IPL 2024) আগে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কেকেআর (KKR) ছেড়ে শ্রীলঙ্কায় (Sri Lanka) চলে যাচ্ছেন বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (Sri Lanka Cricket Board) তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেটের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট স্থানীয় কোচ, ট্রেনার এবং ফিজিয়োদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের ধারাবাহিক ভাবে উন্নতি প্রয়োজন। সে জন্য আন্তর্জাতিক স্তরে সফল কয়েক জন প্রতিভার সাহায্য নেওয়া হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের কোচ বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি]

গত কয়েক বছর শ্রীলঙ্কার পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। আর তাই এবার ভরত অরুণের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের সঙ্গেও চুক্তি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাঁরা মূলত শ্রীলঙ্কার কোচদের প্রশিক্ষণ দেবেন দুই প্রাক্তন ক্রিকেটার।

অরুণ এখন কেকেআরের বোলিং কোচ। শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ চালিয়ে যাবেন কি না, সেটা জানা যায়নি।

[আরও পড়ুন: ‘বিরাট এমন কাজ কিন্তু করে না!’, রোহিতের মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement