আলাপন সাহা, কলম্বো: পার্সি অভয়শেখরের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা ক্রিকেট। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটের এই ভক্তের চিকিৎসার জন্য ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের একজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা বলেন, ”শ্রীলঙ্কা ক্রিকেট দলের চিয়ারলিডার হিসেবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটে অভয়শেখরের প্রভাব অপরিসীম। খেলোয়াড়দের চালিকা শক্তি ৮৬ বছরের এই ভক্ত। শ্রীলঙ্কার ক্রিকেটকে অনেককিছু দিয়েছেন অভয়শেখর। এবার ওঁকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। অভয়শেখরের শরীর স্বাস্থ্যের কথা ভেবেই শ্রীলঙ্কা ক্রিকেট ৫০ লক্ষ টাকা দিচ্ছে।”
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফ থেকে অভয়শেখরের হাতে ওই অর্থ তুলে দেন মোহন ডি সিলভা। এর আগে এশিয়া কাপ চলাকালীন অভয়শেখরের বাড়ি গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে রোহিত শর্মাকে দারুণ পছন্দ করেন শ্রীলঙ্কা ক্রিকেটের চিয়ারলিডার।
আইপিএলের পর থেকে চিয়ারলিডার এই ধারণা ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র। কিন্তু আইপিএলের বহু আগে থেকেই অভয়শেখর দেশীয় ক্রিকেটের চিয়ারলিডার হিসেবে দেশেবিদেশের মাঠে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেটাররা যতটা বিখ্যাত, অভয়শেখরাও তেমনই।
তাঁকে নিয়ে কম বিতর্ক হয়নি। ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। প্রতিপক্ষের ক্রিকেটারদের কানে কানে কিছু বলে তাঁদের মনোবল ভেঙে দিতেন অভয়শেখর। একাধিক ব্যাটসম্যান আউটও হয়ে গিয়েছিলেন অভয়শেখরের সেই তুকতাকে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন শ্রীলঙ্কার এই চিয়ারলিডারকে ভারতীয় দলের সাজঘরের কাছাকাছি আসা বন্ধই করে দিয়েছিলেন। সেই অভয়শেখরাকে এবার শ্রীলঙ্কা ক্রিকেট আর্থিক সাহায্য করল।