Advertisement
Advertisement

Breaking News

Covid-19

শ্রীলঙ্কায় বাড়ছে করোনার প্রকোপ, দ্বীপরাষ্ট্রে অনিশ্চিত টিম ইন্ডিয়ার সিরিজ!

কী বলছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড?

Sri Lanka Cricket is worried over India series amid Covid-19 cases surge | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 15, 2021 2:56 pm
  • Updated:May 15, 2021 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে বিধ্বস্ত খেলার দুনিয়া। গত বছরের মতো এবারও করোনার প্রকোপে একাধিক সিরিজ। ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। এবার শ্রীলঙ্কায় ভারতীয় দলের সীমিত ওভারের সিরিজও ঢাকল অনিশ্চয়তার চাদরে।

লঙ্কাবাহিনীর বিরুদ্ধে দ্বীপরাষ্ট্রে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। আগামী ১৩ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ভারতের (Team India)। পরের ম্যাচ দু’টি যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই। টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৪ ও ২৭ তারিখ। যা খবর, ৫ জুলাই শ্রীলঙ্কা পৌঁছনোর কথা ভারতীয় দলের। ফিরবে ২৮ জুলাই। শ্রীলঙ্কায় পা রেখেই এক সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের। সেই কোয়ারেন্টাইন আবার দু’ভাগে বিভক্ত। প্রথম তিনদিন পুরোপুরি ঘরবন্দি থাকতে হবে। পরের চারদিন অনুশীলন করতে পারবেন তাঁরা। তবে শ্রীলঙ্কায় বাড়তে থাকা সংক্রমণ নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে। সেখানেও দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক।

Advertisement

[আরও পড়ুন: মহামারী আবহে বাতিল করতে হবে অলিম্পিক, গণ-স্বাক্ষর সংগ্রহ জাপানিদের]

এদিকে, চিন্তার আরেক কারণ করোনার (Corona Virus) ভারতীয় স্ট্রেন। যার খোঁজ ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে পাওয়া গিয়েছে। যে কারণে বহু দেশ ভারত থেকে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। তাই কোথাও গিয়ে ভারতীয় ক্রিকেটারদের সফর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও চিন্তায় রয়েছে। তবে এখনই হাল ছাড়ছে না বোর্ড। ভারত-শ্রীলঙ্কা সিরিজ আয়োজনের সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক আধিকারিকের কথায়, “করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, তা নিঃসন্দেহে চিন্তার। কিন্তু আমরা এর মধ্যেই ইংল্যান্ড ও অন্যান্য সিরিজ সফলভাবে আয়োজন করেছি। আশা করছি, ভারতের বিরুদ্ধে সিরিজও নির্ধারিত সূচিতেই আয়োজিত হবে। শুধু প্রার্থনা, সংক্রমণ যেন আর না বাড়ে।”

গত বছরই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু করোনার জেরে লকডাউন হয়ে যাওয়ায় সে সিরিজ স্থগিত হয়ে যায়। এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছাড়াই উড়ে যাবেন হার্দিক পাণ্ডিয়ারা। শোনা যাচ্ছে, এই টিমের কোচিংয়ের দায়িত্বে থাকতে পারেন রাহুল দ্রাবিড়। কিন্তু শেষমেশ সিরিজ হয় কি না, সেটাই লাখ টাকার সওয়াল।

[আরও পড়ুন: ভারতের মহিলা ক্রিকেট দলে চলছে তারকাতন্ত্র! রাহুল-সৌরভকে বিস্ফোরক চিঠি রামনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement