Advertisement
Advertisement

Breaking News

Sreesanth

‘যাও এবার পাকিস্তান আর অস্ট্রেলিয়ার সঙ্গে দুঃখ শেয়ার করো’, ইংল্যান্ডকে কটাক্ষ শ্রীসন্থের

বদলা নয়, একপেশে ম্যাচে জিতেছে ভারত, বলছেন শ্রীসন্থ।

Sreesanth roasts England after exit from World Cup

শ্রীসন্থ।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 28, 2024 2:10 pm
  • Updated:June 28, 2024 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান, অস্ট্রেলিয়াকে আগেই হারিয়েছিল, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও বিশ্বকাপ থেকে ছুটি করে দিল ভারত। রোহিত শর্মার দলের এহেন পারফরম্যান্স দেখার পরে শ্রীসন্থ (S Sreesanth) বলছেন, ”এবার তোমরা দেশে ফিরে যাও, অনুশীলন করো, তার পরে আবার ফিরে এস। পাকিস্তান আর অস্ট্রেলিয়া দেশে ফিরে গিয়েছে। এবার তোমরাও ফিরে যাও।”
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে অনেক জল গড়ালেও দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি আসেনি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে যোগিন্দর শর্মার বলে মিসবা উল হক স্কুপ করেন। শূন্যে ওঠা সেই বল ক্যাচ ধরেন শ্রীসন্থ।

[আরও পড়ুন: কোপা যুদ্ধে সামনে প্যারাগুয়ে, ব্যর্থতা ভুলে সাম্বার ছন্দে ফিরতে চাইছে ব্রাজিল]

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেমিফাইনালে তাদেরই দাঁড়াতে দেয়নি টিম ইন্ডিয়া। সবাই বলছেন, বদলার ম্যাচে জিতেছে ভারত। শ্রীসন্থ বলছেন, ”প্রতিশোধ? একপেশে ম্যাচ ছিল। একে প্রতিশোধের ম্যাচ বলে না। একে বলে খুশি মনে কাউকে বাড়ি পাঠানো।” 
গায়ানার মন্থর পিচে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মাটি ধরিয়েছে ইংল্যান্ডকে। টিম ইন্ডিয়ার রান তাড়া করতে নেমে গতবারের চ্যাম্পিয়নরা ভারতীয় স্পিনারদের খেলতেই পারেননি। সেই কারণেই শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটার মনে করছেন, ভারতীয় স্পিনাররা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সমস্যায় ফেলবে। 

Advertisement

[আরও পড়ুন: ‘অতঃপর ভারতই জিতল’, জটিল অঙ্ক কষে ভনকে কটাক্ষ অশ্বিনের]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ