Advertisement
Advertisement

Breaking News

Pranab Mukherjee

‌‌দেশ অসাধারণ এক নেতাকে হারাল, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা ক্রীড়া ও বিনোদন জগতের

সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইটবার্তায় শোকপ্রকাশ করলেন তারকারা।

Sports & Entertainment fraternity mourns the demise of former President Pranab Mukherjee
Published by: Abhisek Rakshit
  • Posted:August 31, 2020 9:15 pm
  • Updated:August 31, 2020 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ‌ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। অবসান হল গোটা একটি যুগের। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, তার উপর দোসর হয়েছিল করোনা ভাইরাস। তারপর থেকেই কোমায় চলে গিয়েছিলেন। কঠিন সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল। সোমবার সন্ধে নাগাদ আচমকাই দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে খবর দেওয়া মাত্রই শোকাহত গোটা দেশ। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শুধু রাজনৈতিক মহলে নয়, শোকের ছায়া দেশের ক্রীড়া ও বিনোদন জগতেও।

[আরও পড়ুন: কাশ্মীরে ফের বানচাল বড়সড় হামলার ছক, গ্রেপ্তার ৩ লস্কর জঙ্গি]

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ। বিরাট লিখেছেন, ‘‌‘‌দেশ একজন অসাধারণ নেতাকে হারাল। শ্রী প্রণব মুখার্জির প্রয়াণের খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’‌’‌ এছাড়া রোহিত থেকে শেহওয়াগ প্রত্যেকেই টুইট করেন।

Advertisement

 

ক্রীড়াজগতের পাশাপাশি শোকের ছায়া বিনোদন জগতেও। বলিউড থেকে টলিউড, প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন তারকারাও। লতা মঙ্গেশকর, অজয় দেবগন, রীতেশ দেশমুখ, তাপসী পান্নু থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি, নুসরত টুইটবার্তায় প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

 

[আরও পড়ুন: লড়াইয়ে হার, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, শোকের ছায়া রাজনৈতিক মহলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement