জন্টি রোডস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জন্টি রোডস কি ভারতীয় দলের ফিল্ডিং কোচ হতে চলেছেন? তাঁকে নিয়ে সেরকমই চর্চা শুরু হয়েছে। একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, প্রোটিয়া ফিল্ডিং কিংবদন্তি এখনও পর্যন্ত সরকারিভাবে প্রস্তাব না পেলেও ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই পালাবদল ঘটতে চলেছে ভারতীয় দলের কোচের চেয়ারে। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া চেয়ারে বসতে চলেছেন গৌতম গম্ভীর। খবর সেরকমই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সুপার এইটে পৌঁছেছে। এর মধ্যেই জন্টি রোডসের ফিল্ডিং কোচ হওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে।
ভারতীয় ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন রোডস। মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন নবছর। পরে লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ হন তিনি। অতীতে ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। কিন্তু তাঁর কথা বিবেচনা করা হয়নি।
তবে জন্টিকে নিয়ে জল্পনা সত্যি হলে ফিল্ডিং কোচ টি দিলীপের পরিবর্তে তাঁকেই দেখা যাবে।
১৯৯২ বিশ্বকাপে জন্টি রোডস ফিল্ডিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যান। ইনজামাম উল হককে রান আউট এখনও ক্রিকেটপাগলদের স্মৃতিতে উজ্জ্বল। পাখির মতো শরীর ছুড়ে দিয়ে ক্যাচ ধরতেন। বল বাঁচাতেন। তিনি জাতীয় দলের কোচ হলে ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিংয়ের মান আরও বাড়বে, এ কথা বলাই বাহুল্য।
এদিকে গৌতম গম্ভীর বিরাট কোহলি-রোহিত শর্মাদের হেডস্যর হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে এসেই গম্ভীর দলকে চ্যাম্পিয়ন করেছেন। অতীতে ক্রিকেটার হিসেবে দুবার নাইটদের চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কেকেআর-কে চ্যাম্পিয়ন করেছেন তিনি। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি। হয়তো বিশ্বকাপের পরই সিদ্ধান্ত জানানো হবে। বোর্ডের ঘোষণার দিকেই নজর ক্রীড়াপ্রেমীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.