Advertisement
Advertisement

Breaking News

South Africa vs England

আশঙ্কাই সত্যি হল! করোনার জেরে বাতিল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ, বিপুল ক্ষতি বোর্ডের

করোনা কালে ক্রিকেট শুরুর পর প্রথমবার কোনও সিরিজ বাতিল হল।

South Africa vs England ODI series called of due to corona pandemic | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 7, 2020 5:15 pm
  • Updated:December 7, 2020 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বাতিল হয়ে গিয়েছিল প্রথম ম্যাচ। আর সোমবার স্থগিত হয়ে যায় দ্বিতীয় ওয়ানডে’ও। ফলে একপ্রকার অনিশ্চিতই হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। আর বেলা গড়াতেই আশঙ্কা সত্যি হল। বাতিলও ঘোষিত হল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। যার জেরে বিরাট ক্ষতির মুখে পড়ল সম্প্রচারকারী চ্যানেল থেকে বোর্ড, সবাই। 

এদিন দুই ক্রিকেট বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ইংল্যান্ড (England) শিবিরে দুজনের কোভিড টেস্ট হয়েছে। কিন্তু তাঁদের রিপোর্ট হাতে আসেনি। দুই বোর্ডই রিপোর্টের অপেক্ষায় ছিল। তা দেখেই ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হত। কিন্তু কেপ টাউনে ম্যাচের দিনও তা না মেলায় ম্যাচ স্থগিত রাখার কথাই ঠিক করা হয়। কীভাবে এবং কবে তিন ম্যাচের সিরিজের এই দুটি ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, তা আলোচনা করে দেখা হচ্ছে। তবে সবদিক বিচার করে সিরিজ বাতিলেরই সিদ্ধান্ত নিল দুই বোর্ড। ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল দক্ষিণ আফ্রিকা বোর্ড (CSA)। কারণ এই সিরিজে টেলিভিশন সত্ত্ব হিসেবে ৪.২ মিলিয়ন ডলার আয় করার কথা ছিল তাদের।

[আরও পড়ুন: নিরাশ করলেন অশ্বিন, গ্রিনের দুরন্ত শতরানে ভারত এ’‌র রান টপকাল অস্ট্রেলিয়া এ]

CSAর তরফে খবর, গত ৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার করোনা পজিটিভ হতেই আতঙ্ক ছড়ায় টিম হোটেলে। সেই প্রেক্ষিতেই করোনা টেস্ট করান হোটেল কর্মীরাও। সেখানেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে। তারপরই বাড়ে উদ্বেগ। জানা যায়, সুরক্ষিত কি না জানতে ইংল্যান্ডের ক্রিকেটাররাও করোনা পরীক্ষা করান। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। আর এবার বাতিলই হল সিরিজ। 

উল্লেখ্য, করোনা কালে বায়ো বাবলে থেকেই সিরিজ খেলেছে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলি। বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজও চলছে। তবে করোনা কালে ক্রিকেট শুরুর পর প্রথমবার কোনও সিরিজ ভাইরাসের জেরে বাতিল হল।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাটদের টি–২০ সিরিজ জয়, ম্যাচ প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement