সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে প্রবল বৃষ্টির জেরে টস পর্যন্ত করা যায়নি। ফলে পয়েন্ট ভাগ করে নিয়েছে দুই দল। এদিনের ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’র লড়াই আরও জমে উঠল। সেমিফাইনালে ওঠার সুযোগ খুলে গেল চার দলের কাছেই।
মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা ছিল অজিদের। কিন্তু প্রবল বৃষ্টির জেরে টস পর্যন্ত করতে পারেনি দুই দল। নির্ধারিত সময়ের পরে সাড়ে তিন ঘণ্টা কেটে গেলেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত প্রবল বর্ষণের জন্য ম্যাচ বাতিল করা হয়। এদিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলার সুবর্ণ সুযোগ ছিল দুই দলের কাছেই। কিন্তু প্রবল বর্ষণের জেরে সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে উড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া।
তাই মঙ্গলবারের দ্বৈরথ মূলত ছিল সেমিফাইনালে ওঠার লড়াই। কারণ প্রথম ম্যাচ জিতে দুই দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। তার ফলেই জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’র লড়াই। কারণ অঙ্কের বিচারে চার দলের কাছেই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
গ্রুপ ‘বি’তে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান। দুই দলের কাছেই দুটি করে ম্যাচ বাকি রয়েছে। ইংল্যান্ডের ম্যাচ বাকি রয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানিস্তান খেলবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে। ইংল্যান্ড যদি পরের দুটি ম্যাচ বড় ব্যবধানে জেতে এবং অস্ট্রেলিয়া যদি হেরে যায়, তাহলে সেমিতে জেতে পারে ব্রিটিশ বাহিনী। বড় ব্যবধানে দুই প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারলে ক্ষীণ আশা বেঁচে থাকবে আফগানিস্তানেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.