Advertisement
Advertisement
WTC 2023-25

WTC ফাইনালে দক্ষিণ আফ্রিকা, কোন অঙ্কে খেতাবি লড়াইয়ে যেতে পারে ভারত?

রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

WTC 2023-25: South Africa qualifies for WTC final, India chances reduced
Published by: Anwesha Adhikary
  • Posted:December 29, 2024 5:32 pm
  • Updated:December 29, 2024 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC 2023-25) উঠে গেল দক্ষিণ আফ্রিকা। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দেন টেম্বা বাভুমারা। তার পরেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে প্রোটিয়ারা। আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ কে হবে, সেই নিয়ে টানটান লড়াই চলছে ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে।

রবিবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে একটা সময়ে হারতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল তাদের। কিন্তু সেখান থেকে দাঁতে দাঁত চাপা লড়াই করেন মার্কো জানসেন এবং কাগিসো রাবাডা। ৫১ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে দেন তাঁরা। সেঞ্চুরিয়নে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার এই ফাইনালে খেলবে তারা।

Advertisement

প্রোটিয়ারা ফাইনালে উঠে গিয়েছে। বিশ্ব সেরা টেস্ট দল হওয়ার যুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে, সেই লড়াইয়ে শামিল ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। যেহেতু একটি দল ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে, তাই ভারতের সম্ভাবনা বেশ খানিকটা ফিকে। এখন বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুই টেস্টে যদি রোহিত শর্মারা জিততে পারেন, তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে ভার‍ত। কিন্তু যদি একটায় জিতে অন্যটা ড্র হয়, তাহলে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে। অজিদের বিরুদ্ধে লঙ্কা ব্রিগেড যদি একটা টেস্ট ড্র করে, তাহলে ফাইনালের টিকিট ভারতের হাতে।

সিরিজের বাকি দুটো ম্যাচ যদি ড্র হয়, তাহলে অজিদের অন্তত ১-০ হারতে হবে শ্রীলঙ্কার কাছে। তবেই টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত। যদি বর্ডার গাভাসকর ট্রফি হারে, তাহলে ভারতের আর ফাইনাল খেলার আশা নেই। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ জিতলেই ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ বা ৩-১ জিতলে ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। ড্র হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে জিততে হবে প্যাট কামিন্সদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement