Advertisement
Advertisement

Sourav Ganguly: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ

লন্ডনে গেলেন গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly went to Londan to attend daughter Sana university convocation programme। Sangbad Pratidin

সানার জন্য লন্ডনের পথে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 31, 2023 11:49 am
  • Updated:August 31, 2023 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন (Londan) ওঁর কাছে ‘সেকেন্ড হোম’। ক্রিকেটার হিসেবে এই শহরে তাঁর অনেক সুখের স্মৃতি। সুযোগ পেলেই পরিবার নিয়ে ছুটি কাটাতে লন্ডনে চলে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার সেই লন্ডনের সঙ্গে মহারাজের আরও এক সুখের স্মৃতি জুড়ে গেল। কারণ সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) একমাত্র কন্যা সানা (Sana Ganguly) এবার লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি (Londan Global University) থেকে অর্থনীতিতে স্নাতক হলেন। আগামী ৬ সেপ্টেম্বর ইউসিএল-এ (UCL) কনভোকেশন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবার লন্ডন উড়ে গেলেন ভারতের (Team India) প্রাক্তন অধিনায়ক। ফলে মেয়ের এমন সাফল্যের দিনে তাঁর পাশে থাকবেন গর্বিত বাবা-মা।

শোনা যাচ্ছে প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর কলকাতায় ফিরতে পারেন সৌরভ। আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মেয়ের কাছে গেলেন সৌরভ। স্ত্রী ডোনা অবশ্য কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে কি বৃষ্টি হতে পারে? কী বলছে শ্রীলঙ্কার হাওয়া অফিস?]

Sourav Ganguly
সানার সঙ্গে দেখা করার আগে। দমদম বিমানবন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র

এদিকে শোনা যাচ্ছে সানা স্নাতক হলেও, এখনই কলকাতায় ফিরে আসছেন না। বরং আরও উচ্চশিক্ষার জন্য লন্ডনেই থাকবেন। তবে বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের কন্যার দুর্গাপুজোর সময় কলকাতায় থাকার কথা। সানার কনভোকেশন হয়ে গেলে সপরিবারে কয়েক দিন ইংল্যান্ডে ছুটি কাটাবেন।

ইংল্যান্ডে কয়েক বছর আগেই একটি বাড়ি কিনেছেন সৌরভ। নিজের ৫০তম জন্মদিনের অনুষ্ঠান সেই বাড়িতেই পালন করেছিলেন। মেয়ের সঙ্গে ছুটি কাটানোর পর ভারতে ফিরবেন দাদা। বিশ্বকাপের সময় দেশের মাটিতেই থাকবেন সৌরভ। আগামী ৩০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেই অনুষ্ঠানে তিনি যোগ দেন কিনা সেটাই দেখার। তবে বিশ্বকাপের সময় সৌরভ কলকাতায় থাকবেন। কারণ কাপ যুদ্ধের পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে। সেইজন্য সিএবি-র তরফ থেকে বড় দায়িত্ব পাচ্ছেন মহারাজ। যাতে সুষ্ঠুভাবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজন করা যায়।

[আরও পড়ুন: নিমেষে শেষ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের প্রথম পর্যায়ের টিকিট, ‘দুর্নীতি হয়েছে’, সরব সমর্থকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement