Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

পন্টিংয়ের বিদায়, আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা হচ্ছেন সৌরভ

গত মরশুমের শুরুতে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে যোগ দেন।

Sourav Ganguly to replace Ricky Ponting in Delhi Capitals | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 7, 2023 8:42 pm
  • Updated:June 7, 2023 8:42 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আগামী মরশুমে আইপিএলে পুরোদস্তুর দেখা যাবে দাদাগিরি। দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এই মরশুমের হেডকোচ রিকি পন্টিংকে বিদায় দিচ্ছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বদলে কোচিং থেকে মেন্টর সব দায়িত্বই তুলে দেওয়া হতে পারে সৌরভের কাঁধে। অর্থাৎ বাংলার ‘মহারাজ’ই হবেন দিল্লির সর্বেসর্বা।

সৌরভ গত মরশুমের শুরুতে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে যোগ দিয়েছেন। হেডকোচের পদে ছিলেন রিকি পন্টিং। কিন্তু দুই তুখড় প্রাক্তন অধিনায়ক ডাগ-আউটে বসে থাকা সত্ত্বেও ডেভিড ওয়ার্নারা আইপিএলে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বলা ভাল মরশুমের শুরুর দিকে একেবারে ল্যাজেগোবরে পরিস্থিতি হয়েছিল তাদের। যার জেরে শেষদিকে ফর্মে ফিরলেও প্লে-অফে উঠতে পারেনি দিল্লি।

Advertisement

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা! কর্ণাটকে ভরাডুবির পর বিজেপির দিকে ঝুঁকছে ‘পুরনো বন্ধু’ জেডিএস]

মরশুমের মাঝপথেই পন্টিংকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল। ইরফান পাঠানের মতো প্রাক্তনরা বলে দিয়েছিলেন, রিকি পন্টিং নন, দিল্লির কোচের হটসিটে বসা উচিত সৌরভেরই। তিনি বলে দেন,”ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা খুব ভাল বোঝেন সৌরভ। ড্রেসিং রুমের পরিবেশ কেমন রাখতে হয়, সেটা জানা ভারতের প্রাক্তন অধিনায়কের। দিল্লি এর সুবিধা নিতে পারে। পরিবর্তিত ভূমিকায় গাঙ্গুলিকে দেখলে সমস্যা হওয়ার কথা নয়।” কোচিং স্টাফের ভূমিকায় যে তাঁরা বিশেষ সন্তুষ্ট নন, সেটাও মরশুম চলাকালীন বুঝিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ।

[আরও পড়ুন: ‘কয়েক জায়গায় ঔরঙ্গজেবের বাচ্চা জন্মেছে’, কোলাপুরের হিংসা নিয়ে বেফাঁস ফড়নবিস]

শেষমেশ পন্টিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিল দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। আগামী মরশুমে থাকছেন না পন্টিং। এবার দলের ক্রিকেটার নির্বাচন থেকে কোচিং, সবটাই দেখবেন সৌরভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement