Advertisement
Advertisement

Breaking News

BCCI Contract

‘চুক্তি থাকলে রনজি খেলতেই হবে’, শ্রেয়স-ঈশানের আচরণে ‘বিস্মিত’ সৌরভ

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ঋষভ পন্থকে নিয়েও মুখ খুলেছেন সৌরভ।

Sourav Ganguly opens up on Shreyas Iyer Ishan Kishan snub from BCCI contract | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 29, 2024 4:23 pm
  • Updated:February 29, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেয়স আইয়ার-ঈশান কিষান (Ishan Kishan) রনজি না খেলায় বিস্মিত হয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই সচিবের মতে, দুই তারকা ক্রিকেটারের উচিত ছিল প্রথম শ্রেণির ক্রিকেট খেলা।

বিসিসিআইয়ের (BCCI) নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। সেই নিয়ে বিতর্কের ঝড় দেশের ক্রিকেটমহলে। গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, “আমার মনে হয় বোর্ড চায় ওরা রনজি খেলুক। শ্রেয়স (Shreyas Iyer) কেন খেলছে না সেটা আমার কাছে সত্যিই খুব আশ্চর্যের। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সকলেরই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত কারণ সেটাই ভারতীয় ক্রিকেটের ভিত। বোর্ড যেটা ঠিক বলে ভেবেছে সেটাই করেছে।”

Advertisement

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য ছিটকে গেলেন কেএল রাহুল, ধরমশালা টেস্ট খেলবেন বুমরাহ

ক্রিকেটমহলের একাংশের মতে, জাতীয় দলের থেকে আইপিএলকে বেশি প্রাধান্য দিচ্ছেন ঈশান। তাই রনজি ট্রফি না খেলে অফিস দলের হয়ে ডি ওয়াই পাটিল টুর্নামেন্টে নেমে পড়েছেন তিনি। সেই প্রসঙ্গে সৌরভ বলেন, “ঈশান তো তিন ফরম্যাটেই ভারতীয় দলে ছিল। আইপিএলেও ভালো চুক্তি রয়েছে। তা সত্ত্বেও কেন রনজি খেলল না সেটা খুবই অবাক করা ব্যাপার। ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেট না খেলা খুবই আশ্চর্যজনক।”

উল্লেখ্য, দুর্ঘটনার পরে প্রায় দেড় বছর ক্রিকেট থেকে দূরে রয়েছেন ঋষভ পন্থ। তবে তাঁকে কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে রেখেছে বিসিসিআই। আগামী আইপিএলে বিস্ফোরক ব্যাটারকে দেখা যাবে কিনা সেই নিয়েও মুখ খুলেছেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। তাঁর কথায়, “ঋষভ খুব আত্মবিশ্বাসী। যথেষ্ট পরিশ্রম করে কামব্যাক করছে। আশা করি গোটা মরশুমেই ঋষভ খেলতে পারবে।” শোনা যাচ্ছিল ব্যাটিং করলেও হয়তো উইকেটকিপিং করতে পারবেন না পন্থ। তবে পুরোদমে উইকেটকিপিংয়ের অনুশীলন করছেন তিনি।

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েই দ্রাবিড়কে গুরুদক্ষিণা ধ্রুবর, যাবতীয় কৃতিত্ব দিলেন কোচকেই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement