Advertisement
Advertisement
Sourav Ganguly

রবি শাস্ত্রীর পর বিরাটদের কোচ কি দ্রাবিড়? মুখ খুললেন সৌরভ

কীভাবে কাটাবেন জন্মদিন? বিশ্বকাপ-আইপিএল নিয়েই বা কী প্ল্যান? একান্ত সাক্ষাৎকারে জানালেন মহারাজ।

BCCI President Sourav Ganguly opens up about Team India's Coach | Sangbad Pratidin

জন্মদিনে কেক কাটছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Published by: Abhisek Rakshit
  • Posted:July 8, 2021 2:49 pm
  • Updated:July 8, 2021 4:54 pm  

আলাপন সাহা: জন্মদিনের আগের দিনটা বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের কাটল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বৈঠক করে । মুম্বই (Mumbai) থেকে বোর্ডের টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা এসেছিলেন। যিনি আবার বিশ্বকাপ কমিটিতেও রয়েছেন। ম‌্যারাথন বৈঠকের মাঝে ‘সংবাদ প্রতিদিন’-কে একান্ত সাক্ষাৎকার দিলেন সৌরভ গঙ্গোপাধ‌্যায় (Sourav Ganguly)। উঠে এল একাধিক বিষয়।

প্রশ্ন : সকাল থেকে আপনার অফিসেই বৈঠক চলছে। মুম্বই থেকে বোর্ডের কয়েকজন চলে এসেছেন ।
সৌরভ : হুম। বিশ্বকাপ নিয়ে প্ল্যানিং হচ্ছে। কীভাবে সবকিছু করা হবে, সে’সব নিয়ে আলোচনা হচ্ছে।
প্রশ্ন : একটু বিস্তারিত বলবেন।
সৌরভ : এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন : শোনা যাচ্ছে, বিশ্বকাপের উদ্বোধন নিয়ে কিছু চমক থাকতে পারে?
সৌরভ : এত আগে থেকে কিছু বলা সম্ভব নয়। সবকিছু নির্ভর করবে তখন করোনা পরিস্থিতি কী রকম থাকে, তার উপর। তাছাড়া ওই দেশের সরকার কী কী বিষয়ে ছাড় দিচ্ছে, সেটা আগে দেখতে হবে। আপনাকে আগের দিন যেমন বললাম আইপিএলেও দর্শক ফেরানো যাবে কি না, সেটা সম্পূর্ণ আমিরশাহি সরকারের উপর নির্ভর করছে। অনেক প্রোটোকল থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যদি করোনা পরিস্থিতি ভাল থাকে, তাহলে নিশ্চয়ই আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব।
প্রশ্ন : উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কিছু ভেবেছেন?
সৌরভ : এত আগে থেকে কিছু বলা সম্ভব নয়। এখনও কয়েক মাস হাতে সময় রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: Euro 2020: দৌড় থেমে গেল ডেনমার্কের, হ্যারি কেনের দাপটে ফাইনালে ইংল্যান্ড]

প্রশ্ন : এবার একটু আইপিএল প্রসঙ্গে আসি। বিদেশি ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিগুলো নাকি বোর্ডের উপর চাপ দিচ্ছে।
সৌরভ : সেরকম কিছুই না। বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আশা করি কোনও সমস্যা হবে না।
প্রশ্ন : কিন্তু ইংল্যান্ড বোর্ড তো জানিয়ে দিয়েছে বিশ্বকাপের আগে কাউকে ছাড়া হবে না?
সৌরভ : হ্যাঁ, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড, দুটো বোর্ডের সঙ্গে কথা চলছে। বাকি সবাই কনফার্মড। আশা করি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেটারদেরও হয়তো পাওয়া যাবে।
প্রশ্ন : ভারতীয় ক্রিকেট মহলে এখনও সবচেয়ে বেশি চর্চা চলছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হার নিয়ে।
সৌরভ : একটা ম্যাচে এরকম হতেই পারে। সেটা নিয়ে ভাবার কিছু হয়নি। এই টিমটা গত দু’তিন বছর ধরে কী পারফর্ম করেছে বলুন তো। অস্ট্রেলিয়া সিরিজের কথা ভাবুন। কী পরিস্থিতি থেকে আমরা সিরিজ জিতে ফিরেছিলাম। তারপর ইংল্যান্ড সিরিজ জয়। এক-আধটা ম্যাচে খারাপ হতেই পারে। মনে রাখবেন একটা ম্যাচে হারলে কোনে টিম খারাপ হয়ে যায় না।

[আরও পড়ুন: লজ্জাজনক হার দিয়ে বিদায়! উইম্বলডনে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন ফেডেরার?]

প্রশ্ন : বিরাট কোহলির ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠছে।
সৌরভ : আমি জানি না, এটা নিয়ে কারা কী বলছে। আর আমি এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।
প্রশ্ন : গত কয়েকদিন অনেক ওয়েবসাইট আবার রবি শাস্ত্রীর পর পরবর্তী ভারতীয় কোচের এক লম্বা-চওড়া তালিকা তৈরি করেছে। বিশেষ করে রাহুল দ্রাবিড়কে শ্রীলঙ্কায় কোচ করে পাঠানোর পর।
সৌরভ : তাই নাকি? পুরোটাই স্পেকুলেশন চলছে। এরকম কিছুই ভাবা হচ্ছে না। সবাই নিজেদের ইচ্ছে মতো লিখে দিচ্ছে। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
প্রশ্ন : শেষ প্রশ্ন। এক মাস পরই ইংল্যান্ড সিরিজ শুরু। কী মনে হয় ফাইনালের ধাক্কা কাটিয়ে টিম ঘুরে দাঁড়াতে পারবে?
সৌরভ : আই অ্যাম কনফিডেন্ট। টিম ভাল পারফর্ম করবে। আমাদের টিম যথেষ্ট ভাল। সবদিকে ব্যালান্স। ভাল পেসার রয়েছে, স্পিনার রয়েছে। সবরকম কন্ডিশনে ওরা নিজেদের সেরাটা দিতে পারে। আশা করি টিম ইংল্যান্ড থেকেও সিরিজ জিতে ফিরতে পারবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement