Advertisement
Advertisement

Breaking News

বিশ্বকাপের পরই অবসর ধোনির! কী বলছেন সৌরভ?

সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন মাহি।

 Sourav Ganguly on Dhoni's retirement
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2019 8:46 pm
  • Updated:March 7, 2019 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের পরই কি অবসর নিচ্ছেন ধোনি? মাহি ফ্যানদের মধ্যে এ প্রশ্ন এখন নিয়মিত ঘুরপাক খাচ্ছে। ৩৭ বছর বয়সি মাহি যে কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশও। অনেকেই মনে করছেন আসন্ন বিশ্বকাপেই হয় তো শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে ধোনিকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন অন্য কথা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলছেন, ধোনি চাইলে বিশ্বকাপেও খেলা চালিয়ে যেতে পারে।

[ধোনির অবসর নিয়ে মন্তব্য করে নেটদুনিয়ায় রোষের মুখে আগরকর]

টেস্ট থেকে অবসর নেওয়া হোক কিংবা সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো, কেরিয়ারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আচমকাই জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সমালোচকরা কলম ধরার আগেই পদ ছেড়ে দিয়েছেন আগামীর জন্য। ভারতীয় দলে কখন তাঁকে কীভাবে প্রয়োজন, তা অন্য কাউকে কখনওই বুঝিয়ে দিতে হয়নি। আর সেখানেই সর্বদা বাকিদের থেকে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করতে পেরেছেন ক্যাপ্টেন কুল। তা সত্ত্বেও বর্তমানে তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি একাধিক ম্যাচে সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে তাঁর ব্যাট। স্লো-ব্যাটিংয়ের অভিযোগে তাঁকে কটাক্ষের তিরে বিদ্ধ করেছেন সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে তাঁর সরে দাঁড়ানোরও। আবার এসব সমালোচনা উপেক্ষা করে ঘুরে দাঁড়িয়েছেন ধোনি। সম্প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে তাঁর ব্যাট তাঁর হয়ে কথা বলেছে। অস্ট্রেলিয়া সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আবার নিউজিল্যান্ড সফরেও ভাল পারফরম্যান্স করেছেন মাহি। উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা এখনও প্রশ্নাতীত। এই পরিস্থিতিতে ধোনির অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যেতে পারেন।

Advertisement

[ধোনির অবসর নেওয়া নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ]

সৌরভ বলেন, “যদি কারও প্রতিভা থাকে তাহলে বয়সটা কোনও সমস্যা নয়, বয়স একটা সংখ্যামাত্র।” সৌরভের মতে, ধোনি বিশ্বকাপের পরে খেলা চালিয়ে যেতেই পারেন। তবে, সেক্ষেত্রে তাঁকে বর্তমান ফর্ম ধরে রাখতে হবে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সিএবি প্রেসিডেন্ট বলেন, “ধোনি বিশ্বকাপের পরে খেলা চালিয়ে যেতে পারে। যদি ভারত বিশ্বকাপ জেতে আর ধোনি বর্তমানের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ওঁর খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা নেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement