Advertisement
Advertisement
Sourav Ganguly

বিশ্বকাপের আগে রোহিত-দ্রাবিড়দের জন্য সৌরভের বার্তা, কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক?

ঘরের মাটিতে বিশ্বকাপ বলেই কি ফেভারিট ভারত?

Sourav Ganguly had a message for Rahul Dravid and Rohit Sharma ahead of the 2023 World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 8, 2023 7:32 pm
  • Updated:September 8, 2023 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে শেষ বার বিশ্বকাপ জেতে ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার জিতেছে ভারত। তার পরে আইসিসি টুর্নামেন্টে ভারতের আর সাফল্য আসেনি। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। কী হবে এবারের মেগা ইভেন্টে? সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের কাছে জানতে চেয়েছেন, ভারত কেন শক্তিশালী।

মহারাজ টুইট করেছেন, ”ভারতের মাটিতে খেলা বলেই কি টিম ইন্ডিয়া বিশ্বকাপে ফেভারিট? নাকি শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে খেলছে বলেই বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার? অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করেছি কিন্তু আমরা দুটো দলের বিরুদ্ধেই বড় ম্যাচে হার মেনেছি। আমরা যথেষ্ট শক্তিশালী দল এবং এবার আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে আমাদের জয়ের রাস্তায় ফিরতে হবে।” উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার মানে ভারত। আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারে টিম ইন্ডিয়া। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের দলে জায়গা হয়নি, দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্ন এখনও দেখেন চাহাল]

 

এবারের বিশ্বকাপের (World Cup 2023) আগে এশিয়া কাপে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় বসতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। দ্রুত উইকেট হারালেও হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষান ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেয়। নেপালকে হারিয়ে ভারত পৌঁছয় সুপার ফোরে। রবিবার ভারত-পাক ম্যাচ। এর পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। 

 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অস্ত্রোপচার! ভারতের বিরুদ্ধে অনিশ্চিত বেন স্টোকস! চাপে ইংল্যান্ড]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement