Advertisement
Advertisement
সৌরভ

কোহলিদের অস্ট্রেলিয়া সফরে অনুমতি দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ, তবে একটি শর্তে

কোন শর্তে বাইশ গজের লড়াইয়ে নামতে পারবে টিম ইন্ডিয়া?

Sourav Ganguly gives permission to India's Australia tour under 1 condition

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 12, 2020 1:06 pm
  • Updated:July 12, 2020 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার আতঙ্ক উপেক্ষা করেই সমস্ত নিয়মবিধি মেনে মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিরাট কোহলি? তাঁদের কবে স্বমহিমায় দেখা যাবে বাইশ গজে? এ প্রশ্নের উত্তর অধরা। তবে তারই মধ্যে ক্রিকেটপ্রেমীদের স্বস্তির খবর শোনালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরে সবুজ সংকেত দিয়ে দিলেন তিনি। তবে একটি শর্তে।

ক্রীড়াসূচি অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে অজিবাহিনীর মুখোমুখি হওয়ার কথা কোহলিদের। পূর্ব নির্ধারিত সূচিতেই চার ম্যাচে টেস্ট সিরিজ হোক, এমনটা অনেকদিন ধরেই চাইছে অজি বোর্ড (CA)। বর্তমানে সে দেশে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা ভাইরাস (Coronvirus)। যদিও মেলবোর্নের চেহারা এখনও সংকটজনক। তবে ডিসেম্বরে সিরিজ মানে হাতে অনেকটাই সময় আছে। তাই বিসিসিআইয়ের এই সফরে আপত্তি নেই বলেই খবর। বোর্ড সভাপতির শুধু একটিই শর্ত আছে। অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলকে আর একটু কম সময় রাখা হোক কোয়ারেন্টাইনে। একটি টিভি চ্যানেলে সৌরভ বলেন, “হ্যাঁ, এই সফরের অনুমতি দিচ্ছি আমরা। ডিসেম্বরে দল যাবে। তবে আশা করি, একটু কম দিন যেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভাগ্যের জোরেই সফল ধোনি, অনেক বেশি পরিশ্রম করেছেন সৌরভ’, ফের বিস্ফোরক গম্ভীর]

কেন এমনটা চাইছেন তিনি? সৌরভের কথায়, “আসলে দু’সপ্তাহ ধরে ক্রিকেটাররা হোটেলের ঘরে বসে থাকবে, সেটা আমরা চাইছি না। তাতে সকলকেই হতাশা গ্রাস করতে পারে। আর তাছাড়া মেলবোর্ন বাদে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি এখন খুব একটা আশঙ্কাজনক নয়। সেই জন্যই সফরে আমাদের আপত্তি নেই। তবে একটাই আশা, কম দিন কোয়ারেন্টাইনে রেখে দ্রুত মাঠে নামার অনুমতি দেওয়া হবে ক্রিকেটারদের।”

উল্লেখ্য, গত ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয়েছে ক্রিকেটের করোনা পরবর্তী যুগ। সাউদাম্পদটনে নামার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল ক্যারিবিয়ান তারকাদের। তবে অস্ট্রেলিয়া গিয়ে আরও কম সময় কোয়ারেন্টাইনে থাকতে চায় ভারত। এবার দেখার, এ নিয়ে কী প্রতিক্রিয়া দেয় অজি বোর্ড।

[আরও পড়ুন: এবার করোনার থাবা যোগী মন্ত্রিসভায়! আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী চেতন চৌহান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement