Advertisement
Advertisement

Breaking News

একদিনের ক্রিকেটে বিরাটই সেরা ফিনিশার, সার্টিফিকেট সৌরভের

বলেই ফেললেন, বিরাটই সেরা ফিনিশার৷ এই মুহূর্তে একদিনের ক্রিকেটে তাঁর ধারেকাছে কেউ নেই৷

Sourav Ganguly feels Virat Kohli is by far the best finisher in one-day internationals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 12:35 pm
  • Updated:January 14, 2020 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষণ হারিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ম্যাচ জেতানো ১৫৪ রানের ইনিংস দেখা ইস্তক কী ভাষায় তা বর্ণনা করবেন খুঁজে পাচ্ছেন৷ শেষমেশ বলেই ফেললেন, বিরাটই সেরা ফিনিশার৷ এই মুহূর্তে একদিনের ক্রিকেটে তাঁর ধারেকাছে কেউ নেই৷

এতদিন পর্যন্ত সেরা ফিনিশার হিসেবে অবধারিত উঠে আসত ধোনির নাম৷ ধোনির গড়া ভিতেই এদিন জয়ের নিশান ওড়ান বিরাট৷ তবে সব ধরনের ক্রিকেটে যেভাবে পারফর্ম করছেন বিরাট, তাতে মন্ত্রমুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক৷ “ওর ব্যাটিং দেখতে সবসময় ভাল লাগে৷ আর যে কোনও পরিস্থিতিতে যে কোনও দেশে ও একইরকমভাবে খেলতে পারে৷ শুধু তিন নম্বরে নেমে সেঞ্চুরিই তো করছে না, ম্যাচ জিতিয়ে তবে ফিরছে৷ এবং সেটা সব ধরনের ক্রিকেটে৷ অষ্ট্রেলিয়া হোক আফ্রিকা ও একইরকম পারফর্ম করে চলেছে৷ কী বলব, ওকে নিয়ে বলার মতো ভাষা নেই এই মুহূর্তে৷ শুধু প্রার্থনা করছি, ও যেমন খেলছে সেভাবেই খেলে চলুক৷”, বলেন সৌরভ৷

Advertisement

ধোনির সঙ্গে তুলনা টানতে অবশ্য নারাজ মহারাজ৷ স্পষ্ট জানিয়ে দিলেন, “ধোনির সঙ্গে বিরাটের কোনও তুলনা নেই৷ ওঁরা দুজনেই একদিনের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার৷ স্কোয়াডে রোহিত শর্মা থাকলে তো কথাই নেই৷ তবে ধোনি উপমহাদেশের বাইরে খুব বেশি সেঞ্চুরি করেছে বলে মনে হয় না৷ বিরাট করে চলেছে৷ রান, সেঞ্চুরি, ম্যাচ জেতানোয় বিরাট অন্যদের থেকে অনেকটাই এগিয়ে৷” তবে ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরে তোলার কথাও বলেন তিনি৷ কোচ কুম্বলেকে এ  নিয়ে ভাবনা চিন্তা করারও অনুরোধ জানান৷ ধোনি ৪০-৫০টি বল খেলার সুযোগ পান৷ সৌরভের মতে, এর ফলে ধোনি নিজের সঙ্গে অবিচারই শুধু করছে না, টিমের ম্যাচ জেতাতেও এর প্রভাব পড়ছে৷ সৌরভের তাই মত, নিজেকে চার নম্বরে তুলে আনুন ধোনি৷ তাহলে বিরাট-ধোনির যুগলবন্দি সম্ভব৷ আর বিশ্বের সেরা দুই ক্রিকেটার ক্রিজে থাকলে ম্যাচ জেতা যে অনেকটাই সহজ হয়ে যাবে এমনটাই মনে করেন সৌরভ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement