সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছর পর রনজি ট্রফির ফাইনালে পৌঁছেছে বাংলা। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়দের প্রতিপক্ষ ছিল মুম্বই। এবার মনোজ তিওয়ারিরা মুখোমুখি হবেন সৌরাষ্ট্রের। যে দল গুজরাটকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বাংলাকে কড়া টক্কর দিতে কি সৌরাষ্ট্রর জার্সি গায়ে চাপাবেন রবীন্দ্র জাদেজা। সৌরাষ্ট্র ফাইনালে ওঠার পর থেকেই এই জল্পনা চলছিল। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জাদেজাকে রনজি খেলার অনুমতি দিলেন না।
সৌরভ সাফ জানিয়ে দিলেন, দেশের দায়িত্ব আগে। তাই আপাতত ভারতীয় স্পিনারকে রনজি খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। আগামী ৯ মার্চ রাজকোটে রনজি ট্রফি জয়ের লড়াই শুরু। এদিকে আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১২ মার্চ। এমন পরিস্থিতিতে জাদেজাকে সিনিয়র দল থেকে ছাড়া সম্ভব নয় বলেই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার (SCA) সভাপতি জয়দেব শাহকে নাকি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন সৌরভ। শাহ বলেন, “আমি সৌরভের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু বোর্ড জানিয়েছে, রনজির চেয়ে দেশের গুরুত্ব অনেক বেশি। তাই জাদেজাকে খেলার অনুমতি দেওয়া যাবে না।” তবে ঘরোয়া টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের সময়ই ক্রীড়াসূচিতে আন্তর্জাতিক ম্যাচ রাখায় বোর্ডকে দুষতে ছাড়েননি জয়দেব শাহ। তাঁর প্রশ্ন, আইপিএলের ক্ষেত্রে তো এমনটা হয় না। তবে রনজি ট্রফিতে কেন?
তাঁর কথায়, “বিসিসিআই যদি সত্যিই ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তার কথা ভাবে, তাহলে ওই সময় কোনও আন্তর্জাতিক ম্যাচ ফেলা সঠিক সিদ্ধান্ত নয়। এটা আমার পরামর্শ। আইপিএলের সময় কি কোনও আন্তর্জাতিক ম্যাচের তারিখ পড়ে? না, কারণ এই টুর্নামেন্ট থেকে টাকা আসে।” তাঁর দাবি, “রনজি তখনই জনপ্রিয় হবে, যখন ফাইনালে অন্তত তারকারা খেলতে পারবেন। শুধু জাদেজা কেন, বাংলার হয়ে শামিকে খেলতে দেখলেও খুশি হতাম।”
গত আট বছরে এই নিয়ে চারবার রনজির ফাইনালে নামছে সৌরাষ্ট্র। এই ম্যাচে জাদেজা থাকলে বাংলাকে কড়া চ্যালেঞ্জ জানানো যেত বলেই মনে করছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। তবে ফাইনালে পূজারা, জয়দেব উনাদকাটের মতো তারকা খেলবেন সে দলের হয়ে। আর বাংলার জার্সিতে নামবেন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহাও। সবমিলিয়ে রনজির ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.