Advertisement
Advertisement
এনসিএ

রিহ্যাবের জন্য NCA-তে যেতেই হবে ক্রিকেটারদের, কড়া সিদ্ধান্ত সৌরভের

রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত সৌরভের।

Sourav Ganguly confirmed players will have to NCA for rehabilitation
Published by: Subhajit Mandal
  • Posted:December 28, 2019 12:15 pm
  • Updated:December 28, 2019 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যেতেই হবে ক্রিকেটারদের। ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah ) নিয়ে বিতর্কের পর বৃহস্পতিবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন সৌরভ। তারপরই ঘোষণা করেন, ক্রিকেটারদের রিহ্যাবের জন্য এনসিএ-তে যেতেই হবে। চোট পাওয়ার পর ফিটনেস টেস্টের জন্যও এনসিএতে যাওয়া বাধ্যতামূলক।

Bumrah
সম্প্রতি জশপ্রীত বুমরাহর চোট পাওয়া নিয়ে বড়সড় বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটার চোট পেলে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে রিহ্যাব করতে হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে ফিট ঘোষণা করলেই তিনি ফের জাতীয় দলে খেলার সুযোগ পান।

Advertisement

[আরও পড়ুন: দশক সেরা আইপিএল দলের ক্যাপ্টেন রোহিত, দেখে নিন উইসডেনের বাছাই করা একাদশ]

জশপ্রীত বুমরাহ এই নিয়মটি মানেননি। চোট পাওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের উপর ভরসা রাখতে পারেননি ভারতের এক নম্বর পেসার। তিনি আলাদাভাবে এনসিএ-র বাইরে অন্য ফিজিও-র সাহায্যে রিহ্যাব করেন। যা খোলামনে মেনে নিতে পারেননি এনসিএ-র ডিরেক্টর রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের নেটে সাবলীলভাবে বল করা সত্ত্বেও বুমরাহকে ফিট সার্টিফিকেট দিতে রাজি হননি দ্রাবিড়।

Rahul dravid

[আরও পড়ুন: দশক সেরা আইপিএল দলের ক্যাপ্টেন রোহিত, দেখে নিন উইসডেনের বাছাই করা একাদশ]


এরপরই শুরু হয় যাবতীয় বিতর্ক। একে অপরের দিকে অভিযোগ করা শুরু করেন দ্রাবিড় এবং বুমরাহ। আসরে নামতে বাধ্য হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। তাঁর হস্তক্ষেপেই শেষপর্যন্ত ঝামেলা মেটে। বুমরাহকেও জাতীয় দলে নেওয়া হয়। এরপরই দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন সৌরভ। শুক্রবার তিনি ঘোষণা করেছেন, চোট পাওয়ার পর রিহ্যাবের জন্য প্রত্যেক ক্রিকেটারকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে থাকতে হবে। যদি, কোনও ক্রিকেটার আলাদাভাবে নিজের ফিজিও আনতে চান, তাঁকে অনুমতি দেওয়া হবে। তাঁর যাবতীয় ব্যবস্থা করা হবে বিসিসিআইয়ের তরফেই। সৌরভ জানিয়েছেন, “আমরা যাবতীয় ব্যবস্থা করব। আমরা নিশ্চিত করব, কোনও ক্রিকেটার যাতে নিজেকে অসহায় মনে না করেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement