Advertisement
Advertisement

Breaking News

Shah Rukh Khan

ইডেনে মহারাজ-বাদশার আলিঙ্গন, সৌরভের সামনেই শাহরুখের আইকনিক পোজ

শাহরুখ ও সৌরভের মিলনান্তক ফ্রেম ইডেনকে করে তুলল আরও মায়াবী।

Sourav Ganguly and Shah Rukh Khan embraces each other after the match between KKR and DC

শাহরুখ ও সৌরভ এক ফ্রেমে বন্দি।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 30, 2024 12:28 am
  • Updated:April 30, 2024 12:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাঙালির আবেগ। বাংলার হৃদস্পন্দন। 
কেকেআর মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) বাংলার বড় আপন। সোমবারের মায়াবী ইডেনে একই ফ্রেমে ধরা দিলেন শাহরুখ খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়। 
এই শহর তাঁর। তাঁর নামে এখনও জয়ধ্বনি ওঠে বাঙালির বড় প্রাণের, বড় আপন ইডেন গার্ডেন্সে। শহরের আনাচকানাচের অলিখিত সম্রাট তিনিই। প্রিন্স অফ ক্যালক্যাটা। শহরের শ্বাসপ্রশ্বাসে সোমবার শুধুই সৌরভ আর সৌরভ। 
দুই পৃথিবী যখন মুখোমুখি তখন ইডেন ফেটে পড়েছে। ধারাভাষ্যকাররা বলছেন, ”হোয়েন কিং মিটস প্রিন্স অফ ক্যালকাটা।” দর্শকরা আবেগমথিত। স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছে ৬৫ ডেসিবেলেরও বেশি। কাছাকাছির মধ্যে তুলনায় একমাত্র আসতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তিনি যখন ব্যাট হাতে নামেন, তখন যে শব্দব্রহ্ম তৈরি হয়, তাতে শ্রবণশক্তি নাকি নষ্ট হতে পারে। এদিন সৌরভ ও কিং খানের সাক্ষাতের সময়ে দর্শকদের আবেগের বহিঃপ্রকাশ ধোনির সমতুল্য হতেই পারে। 

[আরও পড়ুন: যুবভারতীতে রণবীর-আলিয়া! গ্ল্যামারের ছটা আইএসএল ফাইনালে]

সোমবার সাত উইকেটে দাপুটে জয় পায় কলকাতা নাইট রাইডার্স।  এই ম্যাচের বল গড়ানোর আগে থেকেই শহর কলকাতায় উপস্থিত শাহরুখ। রবিবাসরীয় ইডেনে পুত্র আব্রামকে সঙ্গে নিয়ে ক্রিকেটে মেতে উঠেছিলেন। এদিন ম্যাচ শেষে কনিষ্ঠ পুত্রকে সঙ্গে নিয়ে মাঠ প্রদক্ষিণ করলেন। দর্শকদের সেলাম করলেন। করলেন নমষ্কারও। সেই চেনা আইকনিক পোজে ধরা দিলেন কিং খান। যে পোজ তরুণীদের হৃদয়ে ঝড় তোলে। 

Advertisement

ভিকট্রি ল্যাপ দেওয়ার সময়েই সৌরভের সামনে উপস্থিত শাহরুখ। প্রাক্তন কেকেআর ক্যাপ্টেনকে জড়িয়ে ধরলেন বাদশা। দেখে কে বলবে, একসময়ে এই দুজনের সম্পর্ক নিয়ে কত কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে। আজকের এই মিলনান্তক ফ্রেম বলছে, পুরনো মন কষাকষি, তিক্ততা সব অতীত। সে সব ভুলে থেকে যাক কেবল মধুরস্মৃতি। ছেলেদের কাছ থেকে আগ্রাসী ক্রিকেট দেখতে চেয়েছিলেন শাহরুখ। ফিল সল্টরা সেটাই দেখিয়েছেন। শাহরুখের প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ। আলাদা করে কথা বললেন দলের মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে। 
সৌরভের দল দিল্লি আজ হার মেনেছে ঠিকই। কিন্তু  তিনি তো ইডেনের রাজপুত্র। এই স্টেডিয়ামের সর্বত্রই তাঁর উপস্থিতি। ইডেনের বিখ্যাত বেল বাজিয়ে ম্যাচের শুভারম্ভ করেন তিনিই। ইডেনে সৌরভ মানেই স্মৃতিকাতর বাঙালি। 
১৬ বছর আগে কলকাতা নাইট রাইডার্স-এর ব্র্যান্ড ভ্যালু তিনি এবং এসআরকে ম্যাজিকে সেই যে  ঊর্ধ্বমুখী হল, দিন যত এগিয়েছে, বছর যত গড়িয়েছে, ততই কেকেআরের সেনসেক্স এভারেস্ট ছুঁয়েছে। 
পুণের জার্সিতে ইডেনে সৌরভ। প্রতিপক্ষ কলকাতা। বাংলা ভাগ হয়েছিল সেদিন। ঘরের ছেলের জন্য গলা ফাটিয়েছিল ইডেন। ঠিক যেমন গুরু গ্রেগের টিম ইন্ডিয়া এই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে তীব্র বিরুদ্ধস্রোতের মুখোমুখি হয়েছিল। তদানীন্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছিল, ”মনে হচ্ছিল দেশের বাইরে খেলছি।” ঘরের ছেলে মহারাজ বন্দর বদলে ফেলেছেন গত কয়েক বছর ধরেই। তিনি এখন দিল্লি ক্যাপিটালস-এর অধীশ্বর। শহর বদলালেও ইডেনের মহারাজ একজনই। ইডেনের সঙ্গে যে হৃদয়ের যোগাযোগ। ইডেনের সঙ্গে সৌরভের সম্পর্ক যেন মান্না দের সেই বিখ্যাত গানের লাইন, ”হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে।” 

[আরও পড়ুন: ইডেনে নাইটদের বাদশাহী জয়, দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement