Advertisement
Advertisement
Sourav Ganguly

বায়োপিকে সিলমোহর? ছবির প্রচারে এসে ইডেনে সৌরভের মুখোমুখি রণবীর কাপুর

'দাদা'র ডেলিভারিতে ছক্কাও হাঁকান বলিউড অভিনেতা। দেখুন নানা মুহূর্তের ছবি।

Sourav Ganguly And Ranbir Kapoor are playing at Eden Gardens | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 26, 2023 5:18 pm
  • Updated:February 26, 2023 6:35 pm

অরিঞ্জয় বোস: সৌরভের বায়োপিকে কি প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে রণবীরকে? জল্পনা চলছিলই। আর সেই জল্পনা আরও উসকে গেল যখন রবিবাসরীয় ইডেন গার্ডেনসে ব্যাট হাতে একে অপরের বিরুদ্ধে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুর। ‘দাদা’ বর্ণময় ক্রিকেট কেরিয়ার যে বড়পর্দায় ‘রকস্টার’ রণবীরই তুলে ধরবেন, তা কার্যত নিশ্চিতই হয়ে গেল।

sourav

Advertisement

সামনেই মুক্তি পাবে রণবীরের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এদিন তারই প্রচারে কলকাতায় হাজির রণবীর। আর সেই প্রচারের ফাঁকেই বিকেলের দিকে সোজা পৌঁছে যান ইডেনে। সৌরভকে (Sourav Ganguly) আগেভাগেই খবর দেওয়া ছিল। ঠিক হয়েছিল সৌরভ একাদশ বনাম রণবীর একাদশের প্রীতি ম্যাচে খেলবেন খেলা ও বিনোদুনিয়ার দুই তারকা। সেই মতোই সাদা জার্সিতে দল নিয়ে নামেন দাদা। আর রণবীরের দল নামে কালো জার্সি গায়ে চাপিয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি বল করতেও দেখা গেল রণবীরকে। শুধু তাই নয়, ‘দাদা’র ডেলিভারিতে ছক্কাও হাঁকান বলিউড অভিনেতা। আবার সাইডলাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা যায় তাঁদের। আর এই সবেই ইঙ্গিত মিলল আসন্ন বায়োপিকের প্রস্তুতির। সকলে যেন ধরেই নিয়েছেন, রণবীর যাতে সৌরভের খেলার খুঁটিনাটি বুঝে নিতে পারেন, তাই এই আয়োজন।

ranbir-sourav

[আরও পড়ুন: ‘উত্তরবঙ্গের ছেলে বলে এত আক্রোশ!’, হামলা নিয়ে সরকারকে তোপ নিশীথের, বাড়ল নিরাপত্তা]

ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক থেকে চ্যাপেলের আমলে বঞ্চনা পর্ব। সেই বঞ্চনা পর্ব মিটিয়ে আবার বোর্ড সভাপতির পদে মহারাজকীয় প্রত্যাবর্তন। সাফল্য-বঞ্চনার এই ঘটনাবহুল কাহিনি পর্দায় ফুটিয়ে তোলা সহজ কথা নয়। তাই প্রযোজকরা সৌরভের ভূমিকায় কোনও দক্ষ অভিনেতাকেই চাইছিলেন। শেষ পর্যন্ত রণবীরের (Ranbir Kapoor) নামই চূড়ান্ত হয়েছে বলে খবর। ইতিমধ্যেই নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে দীর্ঘদিন প্রযোজকদের সঙ্গে আলোচনা করেছেন সৌরভ। ক্রিকেট কেরিয়ারের যাবতীয় গল্প শুনিয়েছেন। স্ক্রিপ্ট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

Ranbir2

এবার নিজের মতো করে ‘দাদা’র ভূমিকায় নিজের সেরাটা উজার করে দেওয়ার কাজও শুরু করে দিলেন রণবীর। এমনিতে তিনি ব্যাটটা ভালই করেন। সেলিব্রিটি ক্রিকেট লিগের সৌজন্যে তাঁর খেলা দেখার সুযোগও হয়েছে অনুরাগীদের। তবে এবার সৌরভের ছবির মতো অফ ড্রাইভ বড়পর্দায় তিনি কত সুন্দরভাবে তুলে ধরতে পারেন, কার্যত তারই অপেক্ষা শুরু হল। ইডেনের ম্যাচই যেন বলে দিচ্ছে, সৌরভের ‘ব্রহ্মাস্ত্র’ রণবীরই।

[আরও পড়ুন: অলৌকিক! ২০ ফুট গভীর কুয়োতে পড়েও জীবিত সদ্যোজাত, রাতভর ফণা তুলে পাহারায় সাপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement