Advertisement
Advertisement
Sourav Ganguly

জুটি বেঁধে মানবসেবায় দেব-সৌরভ, নিলেন কোভিড রোগীদের পরিবারের খাবারের দায়িত্ব

কী জানালেন সাংসদ-অভিনেতা দেব?

Sourav Ganguly and Actor-MP Dev join hands to feed Covid-affected families | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 22, 2021 12:37 pm
  • Updated:May 22, 2021 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত জনজীবন। দেশের দুর্দিনে অনেক সেলিব্রিটিই নিজের মতো করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কেউ অক্সিজেন জোগান দিয়ে সমস্যা মেটাতে তৎপর তো কেউ আবার আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার কোভিড আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে হাতে হাত মেলালেন বাংলার দুই তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং দেব। তাঁদের যৌথ উদ্যোগে এবার খাবার পৌঁছে যাবে কোভিড পজিটিভদের পরিবারে।

লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতেছিলেন ‘ঘরের ছেলে’ দেব (Dev)। করোনা কালেও নিজের এলাকার বাসিন্দাদের পাশে আছেন তিনি। করোনা মোকাবিলায় ঘাটালে (Ghatal) ইতিমধ্যেই সেফ হোম তৈরি করেছেন অভিনেতা। নিজের ডেবরার অফিসটিকে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করেছেন। চালু করেছেন বিশেষ হেল্পলাইন নম্বরও। কমিউনিটি কিচেনও শুরু করেছেন। আবার ঘাটালের করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন। কলকাতায় নিজের টলি টেলস রেস্তরাঁ থেকেও করোনা রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছেন দেব। সম্প্রতি আবার করোনায় মৃতদেহ সৎকারের জন্য ঘাটালের লোকালয় থেকে দূরে শ্মশান তৈরি করার কাজ শুরু করেছেন। একইভাবে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে সাধারণের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভও। ৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বিসিসিআই সভাপতি।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ‘ধর্ষণ’, আইনি বিপাকে কঙ্গনা রানাউতের ব্যক্তিগত দেহরক্ষী]

এবার জানা যাচ্ছে, সৌরভ ও দেব একসঙ্গে কোভিড রোগীদের পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এনিয়ে দেব জানান, “দাদার (সৌরভ) টিমের তরফে কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের মতোই ঘাটালে কোভিড আক্রান্তদের পরিবারকে খাবার দিয়ে সাহায্য করতে চায় দাদার টিমও। আমরা তো আগে থেকেই ঘাটালের পাশাপাশি কলকাতাতেও কোভিড রোগীদের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছিলাম। তাই যখন প্রস্তাবটা পেলাম, একবারেই রাজি হয়ে যাই। এনিয়ে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে।” এরপরই যোগ করেন, “এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়ানোটা খুব দরকার। দেব না সৌরভ গাঙ্গুলি, সেটা বড় কথা নয়। সবাই একসঙ্গে লড়লে তবেই অতিমারীর বিরুদ্ধে জেতা যাবে।”

[আরও পড়ুন: অর্থের প্রয়োজন কমিউনিটি কিচেনের, সাহায্য করতে অভিনব উদ্যোগ অনির্বাণ-ঋতব্রতদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement