সোবিস্কো স্ম্যাশার্স মালদহ: ১৭৩/৭ (ঋত্বিক ৩৭, ঋতম ৩৬, অনুরাগ ২১/২)
হারবার ডায়মন্ডস: ১৭১/৯ (পুনীশ ৪২, শুভম ২৪, ঋত্বিক ২৫/২)
২ রানে জয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদহ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী রইল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ
(Bengal Pro T20 League)। হারবার ডায়মন্ডসের বিরুদ্ধে মাত্র ২ রানে জয় ছিনিয়ে নিল সোবিস্কো স্ম্যাশার্স মালদহ (Sobisco Smashers Malda)। যদিও শেষ পর্যন্ত যে কোনও দলই জিতে মাঠ ছাড়তে পারত।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হারবার ডায়মন্ডসের (Harbour Diamonds) অধিনায়ক মনোজ তিওয়ারি। চলতি বিপিএলের প্রথম দিকে সেভাবে বড় স্কোর উঠছিল না। ধীরে ধীরে তার বদল চোখে পড়ছে। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে মালদহ তোলে ১৭৩ রান। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। প্রথমেই জয়জিৎ বসু ও রণজোত খাইরার উইকেট হারায় মালদহ। সেখান থেকে ইনিংসের হাল ধরেন ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঋতম পোড়েল। দুজনের জুটিতে ওঠে ৬৫ রান। তাঁরা ফিরে গেলেও রানের গতি বজায় রাখেন কাইফ আহমেদ, অখিল ও অয়ন ভট্টাচার্য। হারবার ডায়মন্ডসের প্রয়াস বর্মণ ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকেন মনোজরা। তিনি নিজে ফিরে যান ৮ রান করে। অভিজিৎ ভগত, প্রয়াস বর্মণ, শশাঙ্ক সিং, বিবেক সিংরাও ব্যর্থ। ৯০ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায় তাদের। ম্যাচ তখন প্রায় মালদহর হাতের মুঠোয় মনে হচ্ছিল। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন পুনীশ মেহতা। তাঁকে সঙ্গ দেন বাদল সিং, শুভম সরকাররা। চার-ছক্কার বৃষ্টিতে জয়ের খুব কাছে চলে এসেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত রমেশ প্রসাদ, ঋত্বিক চট্টোপাধ্যায়দের বোলিংয়ে ম্যাচ জিতে নেয় মালদহ।
এই জয়ের ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল মালদহ। অন্যদিকে টানা ছয় ম্যাচ হারল মনোজের হারবার ডায়মন্ডস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.