Advertisement
Advertisement
Dipendra Singh Airee

এক ওভারে ছয় ছক্কা, যুবরাজ-পোলার্ডদের পাশে নাম নেপালি ক্রিকেটারের

এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মারেন ওই ক্রিকেটার, দেখুন ভিডিও।

Six sixes in an Over, Nepal Star Dipendra Singh Airee emulates Yuvraj Singh
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2024 9:25 am
  • Updated:April 14, 2024 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপেন্দ্র সিংহ ঐরি (Dipendra Singh Airee)। খেলেন নেপালের হয়ে। বয়স মাত্র ২৪। এই বয়সেই বিরল কীর্তি গড়ে যুবরাজ সিং, পোলার্ডদের মতো কিংবদন্তিদের পাশে নাম লিখিয়ে ফেললেন নেপালি ক্রিকেটার। কাতারের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে দিলেন তিনি।

শনিবার এসিসি (ACC) প্রিমিয়ার কাপে কাতারের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মারেন দীপেন্দ্র। তাঁর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে দুজনের। এক যুবরাজ সিং। এবং দুই ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। তৃতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন নেপালের দীপেন্দ্র।

[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]

তবে দীপেন্দ্রর কীর্তি বাড়তি গুরুত্ব পায় কারণ সবচেয়ে কম বয়সে তিনি এই কীর্তি গড়েলন। যুবরাজ (Yuvraj Singh) যখন স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা হাঁকান তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। আর দীপেন্দ্র কাতারের বিরুদ্ধে ছয় ছক্কার রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সে। সব ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসাবে দীপেন্দ্র এই নজির গড়েছেন। শনিবার নেপালের হয়ে নিজের ৬০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন দীপেন্দ্র। মাত্র ২১ বলে ৬৪ রানের ইনিংসের মাঝেই এই কীর্তি গড়েন তিনি। প্রতিপক্ষ বোলার ছিলেন কাতারের কামরান খান।

[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]

পর পর ছয় ছক্কা মারাটা অবশ্য দীপেন্দ্রর এই প্রথম নয়। এর আগে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে পর পর ৬ ছক্কা মারেন তিনি। তবে সেটা এক ওভারে ছিল না। দু ওভার মিলিয়ে ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement