সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিটন দাসের নেতৃত্বেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে হারের হতাশা কাটিয়ে টেস্ট সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। শাকিবদের সামনে প্রথম ইনিংসেই রানের পাহাড় তৈরি করেছেন ভারতীয় ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে সেই লিটন দাসই আক্রমণ করলেন মহম্মদ সিরাজকে। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন ভারতীয় পেসারও। পরক্ষণেই দিলেন মোক্ষম জবাব।
বিষয়টা তাহলে খোলসে করে বলা যাক। টেস্ট ক্রিকেটে স্লেজিং নতুন কোনও বিষয় নয়। এবার তারই শিকার সিরাজ (Mohammad Siraj)। বাংলাদেশি ব্যাটার লিটন দাস হতাশার বহিপ্রকাশ করতে গিয়ে আক্রমণ করেন তাঁকে। ঘটনা টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনের। পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে দলের হাল শক্ত হাতে ধরার চেষ্টা করছিলেন লিটন। কিন্তু পরপর তিন ওভারে রান করতে না পারায় বিরক্ত হয়ে পড়েন। এরপর বল করতে আসেন সিরাজ। তাঁর ওভারের প্রথম বলটি খেলতে কোনও সমস্যা হয়নি লিটনের (Litton Das)। সঙ্গে সঙ্গে দেখা যায়, সিরাজ কিছু বলছেন। লিটন বিষয়টি এড়িয়ে না গিয়ে তাঁকে পালটা আক্রমণ করেন। কানে হাত দিয়ে বলতে চান, সিরাজ কী বলছেন, তিনি যেন শুনতেই পারছেন না। সেই অঙ্গভঙ্গি করতে করতেই সিরাজের দিকে এগিয়ে যান লিটন। তবে আম্পায়ার দুই তারকার মাঝে দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
— Guess Karo (@KuchNahiUkhada) December 15, 2022
তবে কথায় নয়, নিজের পারফরম্যান্স দিয়ে স্লেজিংয়ের জবাব দেন সিরাজ। পরের বলেই লিটনকে আউট করেন তিনি। প্রথম ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে চুপ করার বার্তা দেন সিরাজ। ভারতীয় (Team India) পেসারের সঙ্গে যোগ দেন বিরাট কোহলিও। লিটন ঠিক যেভাবে কানে হাত দিয়ে শুনতে না পাওয়ার ‘ভান’ করেছিলেন, তেমনই ভঙ্গি করেন। কোহলিকে দেখে একই রকম আচরণ করেন সিরাজও। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সিরাজের মোক্ষম জবাবের প্রশংসা করছেন ভারতীয় সমর্থকরা।
— Guess Karo (@KuchNahiUkhada) December 15, 2022
এদিকে, টেস্টের তৃতীয় দিন দুরন্ত ছন্দে ধরা দেন ওপেনার শুভমন গিল। টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি। ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শতরান করেন সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারাও। তিন বছরেরও বেশি সময় পর তিন সংখ্যার রান ছুঁলেন তিনি। ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এটাই তাঁর জীবনের দ্রুততম সেঞ্চুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.