ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে এবার বিরাট কোহলিকে ঘুরিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা। তাঁর বক্তব্য, বিরাটের উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের কাছ থেকে শিক্ষা নেওয়া।
রনজির পরবর্তী রাউন্ডের জন্য সম্ভাব্য দলে রেখেছে দিল্লি ক্রিকেট সংস্থা। রনজির ৪১ সদস্যের প্রাথমিক দলে কোহলির পাশাপাশি নাম রয়েছে ঋষভ পন্থ এবং হর্ষিত রানারও। প্রাথমিকভাবে বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তাঁর খেলা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলননি তিনি। বোর্ডের তরফে দিল্লি সংস্থাকে বিরাটের খেলা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। আবার বিরাট নিজেও যে রনজি খেলার আগ্রহ দেখিয়েছেন তেমনটা নয়। যাতে ক্ষুব্ধ দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা বলছেন, বিরাট কোহলির উচিত নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা।
অশোক শর্মার বক্তব্য, “বিরাটের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। পন্থ জানিয়েছে সে খেলবে। বিরাটেরও উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের কাছে থেকে অনুপ্রেরণা নেওয়া।” তিনি বলছেন, “সুযোগ পেলেই মুম্বইয়ের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে খেলেন। এটা ওদের সংস্কৃতি। উত্তর ভারতে এই ব্যাপারটা দেখা যায় না। বিশেষ করে দিল্লিতে।”
টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতা। বছরের পর বছর রানের খরা। একই ভঙ্গিমায় বারবার আউট। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা উচিত কোহলির। বেশ কিছুদিন ধরেই আওয়াজ উঠছে ভারতের ক্রিকেট মহলে। ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর দলের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, সবার নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। খারাপ ফর্মের জন্য ঘরোয়া ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। তবে বিরাট এখনও তেমন ইঙ্গিত দেননি। এবার তাঁকে ঘুরিয়ে নিশানা করলেন ডিডিসিএ কর্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.