Advertisement
Advertisement
Shubman Gill

‘কেন দলে রাখলেন না?’ শাহরুখকে প্রশ্ন করতে চান শুভমান

প্রশ্ন করার দায়িত্ব কাকে দিলেন গুজরাট অধিনায়ক?

Shubman Gill wants to know why Shah Rukh khan dropped him from KKR
Published by: Arpan Das
  • Posted:April 5, 2024 10:24 pm
  • Updated:April 5, 2024 10:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তিনি গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলের অধিনায়ক। কিন্তু বছর কয়েক আগেও নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের নয়নের মণি ছিলেন শুভমান গিল (Shubman Gill)। কিন্তু ২০২১ সালে তাঁকে ছেড়ে দেয় শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। কেন তাঁকে দলে রাখল না নাইটরা? বলিউডের বাদশাকে সেই প্রশ্ন করতে চান শুভমান। তবে সরাসরি নয়। বিখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানকে প্রশ্নের দায়িত্ব দিয়েছেন ভারতীয় ব্যাটার।

সম্প্রতি একটি ভিডিওয় মুখোমুখি হয়েছিলেন এড শিরান ও শুভমান। সেখানে ছিলেন কমেডিয়ান তন্ময় ভাট। জমাটি আড্ডার মাঝেই শুভমান নাইট দলে তাঁর না থাকা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও এড শিরান জানতেন না আইপিএলে শাহরুখের নিজস্ব টিম আছে। শুভমান যে সেই টিমে তিন বছর খেলেছেন, সেটাও আড্ডার টেবিলেই জানতে পারেন। তার পরই শুভমান প্রশ্ন করেন, “জিজ্ঞেস করো, কেন আমাকে দলে রাখলেন না শাহরুখ?”

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যাটারদের কাজ আরও কঠিন করতে চাই’, বিপক্ষকে সতর্কবার্তা ময়ঙ্কের]

কিছু দিন আগেই শাহরুখের সঙ্গে দেখা করেন ব্রিটিশ গায়ক। কিং খানের পরিচিত স্টেপে পা মেলান এড শিরান। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। ভারত সফরে এসে শুভমানের সঙ্গে ক্রিকেটও খেলেন তিনি। সেই সময়ের আড্ডাতেই কেকেআরের কথা তোলেন শুভমান।

২০১৮ থেকে নাইটদের দলে ছিলেন তিনি। কলকাতার মায়া ছেড়ে দীর্ঘদিন তিনি গুজরাট দলের সদস্য। তার মাঝেও চাপা অভিমান রয়ে গিয়েছে পুরনো দল নিয়ে। হালকা মেজাজের আড্ডাতেও সেই কথাই উঠে এল বলে মনে করছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: ক্রিকেট-প্রচারক কোহলি, আইকন বিরাটে মজেছেন দ্বীপরাষ্ট্রের খুদেরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement