সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবর আজমের (Babar Azam) সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে দুরন্ত খেলেছেন তিনি। এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার পরে আইসিসি-র ওয়ানডে ক্রমতালিকায় দুনম্বর স্থান ধরে রাখলেন গিল।
সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন গিল। কিন্তু ম্যাচটা হারতে হয়েছিল ভারতকে। ম্যাচের শেষে শুভমান গিলকে বলতে শোনা যায়, “আমি থাকলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারতাম। আমার তরফ থেকে হিসাবে ভুল হয়ে গিয়েছিল। আমি ভালো ফর্মে ছিলাম। তাই বাড়তি আগ্রাসী মেজাজে রান তুলতে না গিয়ে ঠান্ডা মাথায় খেললে অনায়াসে ম্যাচটা জিততে পারতাম। তবে এই হার আমাকে অনেক শিক্ষা দিয়ে গেল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে আমি দলের স্বার্থ ভেবেই ব্যাট করব। আপাতত আমাদের লক্ষ্য ফাইনাল। সেটা জেতার ব্যাপারেই ভাবছি।”
২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটে হাজার রান পূর্ণ করেন তিনি। চলতি বছরে ১৭টি ইনিংসে ১০২৫ রান করেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য ফর্ম একটু পড়তির দিকে ছিল। কিন্তু এশিয়া কাপে শুভমান গিল তাঁর নিন্দুকদের থামিয়ে দিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮৫৭ পয়েন্ট সংগ্রহ করে একনম্বর স্থানে। দুনম্বর স্থান ধরে রাখলেন গিল। তাঁর ও বাবরের পয়েন্টের পার্থক্য ৪৩।
ওয়ানডে ব্যাটারদের প্রথম দশে গিল ছাড়াও রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট আট নম্বরে। দশে রোহিত শর্মা। তিনে রয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। পাকিস্তানের ইমাম উল হক চার নম্বর পজিশনে। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর পাঁচে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.