Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

টেস্টে বুমরাহ আর সহ অধিনায়ক নন, রোহিত শর্মার নতুন ডেপুটি এই তরুণ তারকা

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রোহিত পাচ্ছেন নতুন ডেপুটি।

Shubman Gill is all set to replace Jasprit Bumrah as the Indian cricket team vice-captain against Bangladesh

জশপ্রীত বুমরাহ।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 27, 2024 10:36 am
  • Updated:July 27, 2024 10:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিলকে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে শুভমান গিলকেই সহ অধিনায়ক করা হয়েছে। এবার টেস্ট ফরম্যাটেও গিলকে ভাইস ক্যাপ্টেন করা হচ্ছে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। নাগপুরে দ্বিতীয় টেস্টটি হবে ২৭ সেপ্টেম্বর। একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হবে শুভমান গিলকে। জশপ্রীত বুমরাহর পরিবর্তে তরুণ গিলকে ভাইস ক্যাপ্টেন করা হচ্ছে বলেই খবর। 

[আরও পড়ুন: ডুরান্ডে আজ অভিযান শুরু মোহনবাগানের, খারাপ সময় কাটাতে মরিয়া কোচ বাস্তব]

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর জায়গায় নতুন কোচ হয়ে এসেছেন গৌতম গম্ভীর।
কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেই দল নির্বাচনে চমক দেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন কোচ। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে রোহিত শর্মার উপরে। গম্ভীর জমানায় লক্ষণীয় যা, তা হল, দুই ফরম্যাটেই শুভমান গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে। এবার টেস্ট দলের সহ অধিনায়ক করা হচ্ছে গিলকেই।

Advertisement

[আরও পড়ুন: প্যারিসে জমকালো উদ্বোধন অলিম্পিকের, শ্যেন নদীর উপর তেরঙ্গা হাতে ভারতীয় অ্যাথলিটরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement