সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র ওয়ানডে (ICC ODI) ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন ভারতের তারকা শুভমান গিল (Shubman Gill)। নেপালের বিরুদ্ধে ৬২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতের ওপেনার। আর সেই ইনিংস গিলকে আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে দেয়।
চলতি বছরে তিনটি ফরম্যাট মিলিয়ে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন শুভমান গিল। তিনি মোট ১৩৬১ রান করেন। ওয়ানডে-তে ১৪ ম্যাচে গিলের সংগ্রহ ৮২৭ রান। এর মধ্যে রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। পাঁচ-পাঁচটি শতরান রয়েছে তাঁর। দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল আরও অনেক রেকর্ড ভাঙবেন বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
আইসিসি-র ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম দশে রয়েছেন তিন জন পাকিস্তানি। চারে পাক তারকা ইমাম উল হক, সাতে ফখর জামান। দশ নম্বরে ভারতের তারকা বিরাট কোহলি। দু’ নম্বরে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাসি ভ্যান ডার ডুসেন। পাঁচ নম্বরে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার ছয়ে, ন’ নম্বরে স্টিভ স্মিথ।। আটে কুইন্টন ডি কক। প্রথম দশে না থাকলেও এগারো নম্বরে ভারত অধিনায়ক রোহিত শর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.