Advertisement
Advertisement

Breaking News

ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, স্মিথ-ফিলিপসদের হারিয়ে সেরার শিরোপা পেলেন শুভমান গিল

ওয়ানডে ক্রিকেটে জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমান গিল।

Shubman Gill gets big reward from ICC following Champions Trophy 2025 victory
Published by: Subhajit Mandal
  • Posted:March 13, 2025 10:16 am
  • Updated:March 13, 2025 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে জীবনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভমান গিল। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ-অধিনায়ক পদে উন্নীত হয়েছেন। ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় তিনি শীর্ষস্থানে। এবার আরও একটা ক্ষেত্রে গিলকে সেরার শিরোপা দিল আইসিসি। ফেব্রুয়ারিতে মাসের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন তিনিই।

ফেব্রুয়ারিতে আইসিসির মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। শেষ পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন গিল। স্মিথ এবং ফিলিপসকে হারিয়ে ফেব্রুয়ারির মাসের সেরার পুরস্কার পেলেন তিনি। আসলে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির যে দুটি ম্যাচ ফেব্রুয়ারিতে ছিল, সেই দুটি ম্যাচেও তিনি রান পেয়েছেন।

Advertisement

সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৪০৬ রান। গড় ১০১.৫০। স্ট্রাইক রেট ৯৪.১৯। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের তিনটিতেই পঞ্চাশের বেশি রান করেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে একটি সেঞ্চুরিও করেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। ওই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাও দারুন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন তিনি। এই পারফরম্যান্সকে উপেক্ষা করেনি আইসিসি।

মাসের সেরা ক্রিকেটার হয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গিল। তিনি বলছেন, “আমি সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামি। দলের সাফল্যে অবদান রাখতে পারলে ভালো লাগে। আর সেই অবদানের স্বীকৃতি পেলে আরও ভালো লাগে।” গিলের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের মধ্যে ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার আলানা কিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement