গত বছর ওয়ানডে-তে দারুণ ছন্দে ছিলেন শুভমন। ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ সফরটাও ভালই গিয়েছে গিলের। টেস্টে প্রথম সেঞ্চুরি পান বঙ্গবন্ধুর দেশের বিরুদ্ধে। দেশে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পান গিল। তবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে গিল করেন মাত্র ৭,৫ এবং ৪৬। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে থেকে ২০৭ রান করেন গিল। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে করেন ৭০ ও ১১৬ রান।
[আরও পড়ুন: ম্যাচ হেরে সতীর্থদের সঙ্গে ঝামেলায় নেইমার, শান্তির বার্তা এমবাপের]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গিল নিজেকে আরও মেলে ধরেন। হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেন গিল। পরের দুটো ম্যাচে অপরাজিত ৪০ এবং ১১২ রান করেন। কিউয়িদের বিরুদ্ধে আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন তিনি। আর ব্যাট হাতে তাঁর এই মারকাটারি সাফল্যের জন্য আইসিসি-র বিচারে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার হন।
Shubman Gill’s glorious form in ODI cricket continues 🔥#INDvNZ | 📝: https://t.co/xoiYn9WEgR pic.twitter.com/XObdobmfQf
— ICC (@ICC) January 24, 2023