Advertisement
Advertisement
Shubhman Gill

বিশ্বকাপের মধ্যেই সিংহাসনচ্যুত বাবর-শাহিন, আইসিসি ক্রমতালিকার শীর্ষে দুই ভারতীয়

প্রথম দশে ভারতীয়দের দাপট।

Shubhman Gill and Mohammad Siraj claims number one spot in ICC ODI rankings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 8, 2023 3:35 pm
  • Updated:November 8, 2023 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন দুই ভারতীয়। শুভমান গিল (Shubhman Gill) ও মহম্মদ সিরাজ (Mohammad Siraj)- দুজনেই ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বরে উঠে এলেন। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) সরিয়ে প্রথম স্থানে পৌঁছেছেন গিল। পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে (Shahin Shah Afridi) সিংহাসনচ্যুত করেছেন ভারতের মহম্মদ সিরাজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন একাধিক ভারতীয়। অন্যদিকে, দুশো রানের দুরন্ত ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ঢুকলেন গ্লেন ম্যাক্সওয়েল।

চলতি বছরের শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন গিল। তবে ডেঙ্গুর কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। কিন্তু মেগা টুর্নামেন্টে কামব্যাক করার পর থেকে ধারাবাহিক উন্নতি দেখা গিয়েছে তাঁর ব্যাটিংয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রানের ইনিংস আসে ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। তার পরেই র‍্যাঙ্কিংয়ে উন্নতি। কেরিয়ারে প্রথমবার ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন শুভমান। মাত্র ৪১টি ইনিংস খেলেই এই নজির গড়লেন তিনি। এছাড়াও ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়- বিরাট কোহলি ও রোহিত শর্মা।

Advertisement

[আরও পড়ুন: Jyotipriya Mallick: ‘অভিষেক কে? আমাদের নেতা?’, সাংবাদিকদের পালটা প্রশ্ন জ্যোতিপ্রিয়র]

অন্যদিকে, শাহিন আফ্রিদিকে সরিয়ে বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এলেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ছয় উইকেট নেওয়ার পর থেকেই ভালো ছন্দে রয়েছেন তারকা পেসার। চলতি বিশ্বকাপেও ১০টি উইকেট পেয়েছেন তিনি। বোলারদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন ভালো ফর্মে থাকা কুলদীপ যাদবও। ক্রমতালিকায় অষ্টম ও দশম স্থানে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।

প্রথম স্থান থেকে সোজা পাঁচ নম্বরে নেমে গিয়েছেন শাহিন। নিউজিল্যান্ড ম্যাচে লজ্জার নজির গড়েছিলেন তিনি। বিশ্বকাপে পাক দলের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন পেসার। তার জেরেই বিশাল পতন শাহিনের। এছাড়াও চলতি বিশ্বকাপে ভালো পারফর্ম করা কুইন্টন ডি’কক, কেশব মহারাজ, অ্যাডাম জাম্পা-সকলেই ওয়ানডে তালিকায় উন্নতি করেছেন।

[আরও পড়ুন: শাহরুখ ‘ডন ৩’ থেকে সরতেই ‘জংলি বিল্লি’ হয়ে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement