Advertisement
Advertisement
IPL

পান বেচে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন বাবা, আইপিএলের টাকায় বাড়ি কিনে প্রতিদান দিতে চান ছেলে

কে তিনি?

Shubam Dubey's life took a turn for the better when Rajasthan Royals acquired him for a hefty price । Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:December 28, 2023 4:07 pm
  • Updated:March 13, 2024 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের এক নিলাম (IPL Austion) তাঁকে মুহূর্তে কোটিপতি বানিয়ে দিয়েছে। রাজস্থান রয়্যালস ৫.৬০ কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে শুভম দুবেকে (Shubham Dubey)। আইপিএল নিলামের আগে তাঁকে সবাই চিনতেন না। জানতেন না তাঁর কঠিন পরিশ্রমের কথা। কিন্তু রাজস্থান রয়্যালস ৫.৬০ কোটি টাকার বিনিময়ে শুভমকে দলে নেওয়ার পরে তাঁর জীবনটাই বদলে গিয়েছে। কোটিপতি শুভম এখন পরিবারের জন্য বাড়ি কিনতে চান। শুভম দুবেকে বলতে শোনা গিয়েছে, ”দুঃসময়ে পরিবারকে পাশে পেয়েছি। চোট পেয়ে যখন মাঠের বাইরে ছিলাম, তখন আমাকে ইতিবাচক থাকতে সাহায্য করেছিল আমার পরিবারের সদস্যরা। আমি এখন পরিবারের সদস্যদের স্বাচ্ছন্দ্য দিতে চাই, তাদের সুখি দেখতে চাই। আমার পরিবারের জন্য বাড়ি কিনতে চাই।”
বিদর্ভের আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রীতিমতো নজর কাড়েন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৫। নিলামে কোটিপতি হওয়ার পরে শুভম দুবের মনে হচ্ছে ফেলে আসা সেই দিনগুলোর কথা, তাঁর সংগ্রামের কথা। মনে পড়ে যাচ্ছে, তাঁর বাবার ক্রিকেট কিট কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু পান বিক্রি করে ছেলে শুভমের জন্য ক্রিকেট কিট কিনে দেন। 

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

শুভমকে বলতে শোনা গিয়েছে, ”ক্রিকেট কিট কিনে দেওয়ার ক্ষমতা আমার পরিবারের ছিল না। তবুও কিট কিনে দিয়েছিলেন। পরিবারকে টানার জন্য বিভিন্ন ধরনের কাজ করেন বাবা। পান বিক্রি করেছেন, হোটেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন।”
শুভম দুবে তাঁর যমজ ভাইয়ের কথা উল্লেখ করেছেন। ক্রিকেটার হওয়ার পিছনে তাঁর ভাইয়ের অবদানের কথা বলেছেন। শুভম দুবেকে বলতে শোনা গিয়েছে, ”পরিবারে আমার সবচেয়ে বড় সমর্থক আমার যমজ ভাই। আমাদের পরিবারের আর্থিক দিকটা সামলানোর দায়িত্ব গ্রহণ করে আমার ভাই। আমার উপরে যাতে চাপ না আসে, সেদিকে নজর দিয়েছিল।” দারিদ্রের সঙ্গে লড়ে, প্রবল পরিশ্রমের পরে আইপিএলের বিশ্বে শুভম দুবে। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘ফাইনালে কোথায় যে ভুল হয়ে গেল’, হারের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি শামির]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement