আলাপন সাহা, নাগপুর: নাগপুর টেস্টের (India vs Australia) প্রথম দিন চালকের আসনে ভারত। তার মধ্যে আরও একটা স্বস্তির খবর ভারতীয় টিমের কাছে। চোট সারিয়ে ফিট হয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১৩ ফেব্রুয়ারি টিমের সঙ্গে তিনি যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের আগেই চোট পেয়েছিলেন শ্রেয়স। যার ফলে নাগপুরে মিডল অর্ডারে সূর্যকুমার যাদবকে নিয়ে আসা হয়েছে। তবে শ্রেয়স এখন পুরো ফিট। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল শ্রেয়সের। বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে জানা গেল, এখন নেটে পুরোদমে ব্যাটিংও শুরু করে দিয়েছেন তিনি। তাই ঠিক হয়েছে, দিল্লি টেস্টের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।
শ্রেয়সের বাইরে আরও এক ভারতীয় তারকা চোট সারিয়ে ফেরার পথে। তিনি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেসারও দীর্ঘদিন চোটের জন্য বাইরে রয়েছেন। এনসিএতে তাঁরও রিহ্যাব চলছিল। তিনিও পুরোপুরি ফিট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের টিমে বুমরাহকে রাখা হয়েছিল। কিন্তু শেষমেশ বোর্ডের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়, বুমরাহ দুটো টেস্টের বাইরে। বর্তমানে বুমরাহ ফিট হয়ে গেলেও এখনই তাঁকে ফেরানো হবে কি না, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পুরোটাই নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়ায় প্রথম দুটো টেস্টের রেজাল্টের উপর।
যদি দুটোতেই রোহিত শর্মারা জিতে যান, তাহলে হয়তো বুমরাহকে আরও কিছুদিন বিশ্রামে রাখা হতে পারে। রেজাল্ট অন্য কিছু হলে বুমরাহকে নিয়ে আসা হতে পারে। কারণ তৃতীয় টেস্ট ধর্মশালায়। বাড়তি পেসার খেলালে সেখানকার পরিবেশে প্রয়োজন হবে বুমরাহকে। আপাতত তাই বুমরাহর প্রত্যাবর্তন নির্ঘণ্ট নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না। পুরোটাই পরিস্থিতির উপরে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ আছে চলতি বছরে। সেই ব্যাপারটাও মাথায় রাখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.