আইয়ারের সেই ক্যাচ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের (Travis Head) দুরন্ত ক্যাচে ফিরে গিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ট্রাভিস হেডের মতো ক্যাচ ধরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা বিপজ্জনক হয়ে উঠছিলেন। তাঁর ক্যাচ ছুটতে ছুটতে গিয়ে ধরেন ট্রাভিস হেড। এদিনও জাক ক্রলি বিপজ্জনক হয়ে উঠছিলেন। ৭৭ বলে ৭৬ রান করে ফেলেছিলেন। ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন তিনি। অক্ষর প্যাটেলের বলে টাইমিংয়ের গন্ডগোলে আউট হয়ে যায় ক্রলি। অক্ষরের ডেলিভারিটায় বৈচিত্র ছিল। ক্রলি এগিয়ে এসে মারতে যান। টাইমিংয়ের গন্ডগোলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ক্রলি।
শ্রেয়স আইয়ার বলের থেকে নজর সরাননি। ছুটতে ছুটতে ক্যাচ ধরেন তিনি। এশীয় কন্ডিশনে বাঁ হাতি বোলারের বিরুদ্ধে এনিয়ে অষ্টমবার আউট হলেন ক্রলি। বাঁ হাতি বোলারের বিরুদ্ধে ক্রলির দুর্বলতা প্রকট হয়ে গেল বিশাখাপত্তনমেও। টেস্ট় সিরিজে ভারত পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়ালের ডাবল হান্ড্রেডে ভারত প্রথম ইনিংসে তোলে ৩৯৬ রান। ইংল্যান্ড ব্যাট করতে নামলে ওপেনার ক্রলি যখন বিপজ্জনক হয়ে উঠছেন, তখন শ্রেয়স আইয়ার দুরন্তচ ক্যাচ ধরে ফিরিয়ে দেন ইংরেজ ব্যাটারকে।
🎥 What a stunning grab by Shreyas Iyer 👌
Massive moment in the game as Crawley departs after a fine knock 💥#IDFCFirstBankTestSeries #BazBowled #INDvsENG #JioCinemaSports pic.twitter.com/AbvsTWApgS
— JioCinema (@JioCinema) February 3, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.