সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফর্ম করেছেন শ্রেয়স আইয়ার। তিন ম্যাচের মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান। এদিকে শেষ ম্যাচে আবার হাত ঘুরিয়ে চারটি উইকেট তুলে সিরিজ জয়ের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন কুলদীপ যাদব। সেই সৌজন্যেই এবার আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করলেন দুই তারকা। কিন্তু হতাশাজনক পারফরম্যান্সের জন্য অবনতি ঘটল সিরিজ জেতানো অধিনায়ক শিখর ধাওয়ানের। তবে বিশ্বকাপের আগে টি-২০ র্যাঙ্কিংয়ে নিজের দ্বিতীয় স্থানটি ধরে রাখলেন সূর্যকুমার যাদব।
বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির (ICC) র্যাঙ্কিং তালিকা। আর সেখানেই দেখা যাচ্ছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিনধাপ উঠে ৩৩ নম্বরে পৌঁছে গিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। এদিকে পাঁচ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় প্রথম পঁচিশে ঢুকে পড়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়ে ৯৩ নম্বরে রয়েছেন সঞ্জু স্যামসন। তিন তরুণের সাফল্যের মাঝে অবশ্য নিরাশাজনক সিনিয়রদের ছবিটা। ছ’ধাপ নেমে ১৭ নম্বরে চলে গেলেন ধাওয়ান। আবার অবনতি ঘটেছে বিরাট কোহলি ও রোহিত শর্মারও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T-20 World Cup) আগে কোন ব্যাটার র্যাঙ্কিং শীর্ষে থাকেন, তা নিয়ে আগ্রহ কম ছিল না ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের যে প্রান্তে যত ছোট ফরম্যাটের ম্যাচই হোক না কেন, প্রথম তিন স্থান কিন্তু ধরে রাখতে সফল তিন তারকা। তালিকার শীর্ষে পাকিস্তানের মারকাটারি ওপেনার মহম্মদ রিজওয়ানই। দ্বিতীয় স্থানেই ভারতীয় মিডফিল্ডার সূর্যকুমার যাদব। তিন নম্বরে পাক অধিনায়ক বাবর আজম। তবে চমক দিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন নিউজিল্যান্ডের কনওয়ে। তবে টি-২০ র্যাঙ্কিংয়ের প্রথম দশে নেই আর কোনও ভারতীয়। বোলারদের তালিকার প্রথম দশও ভারতীয়শূন্য। এই তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার জোস হ্যাজলউড। অলরাউন্ডারদের তালিকায় শুধুমাত্র পঞ্চম স্থানে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।
Deepti Sharma attains career-best positions in the latest @MRFWorldwide ICC Women’s T20I Player Rankings 👇
— ICC (@ICC) October 11, 2022
এদিকে চলতি এশিয়া কাপে (Women Asia Cup) দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় মহিলা দলের বোলার দীপ্তি শর্মা পৌঁছে গেলেন কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে। নয়া তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.