শ্রেয়স আইয়ারের উপর চাপ বাড়ছে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠের চোট না খারাপ পারফরম্যান্স? কেন ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দল বাদ গিয়েছিলেন? শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পিঠের চোট নিয়ে ধোঁয়াশা ছিল তুঙ্গে। টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার অবশ্য এই ইস্যু নিয়ে মুখ খোলেননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি ছিল চোটের জন্যই তিনি মুম্বইয়ের (Mumbai) হয়ে রনজি ট্রফি (Ranji Trophy 2023-24) খেলতে পারবেন না। যদিও এতে তাঁর বিপদ কমেনি। বরং বাড়ল।
রনজি না খেলার সিদ্ধান্ত নিতেই এল কাহানি মে টুইস্ট! শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি বরোদার বিরুদ্ধে রনজির কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মুম্বই। দল ঘোষণা হওয়ার পরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) তরফ থেকে ইমেইল মারফত জানিয়ে দেওয়া হয় যে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক পুরো ফিট! এনসিএ-এর (NCA) সেই বিস্ফোরক ইমেইল বাজারে ছড়িয়ে যেতেই বিসিসিআইয়ের (BCCI) রোষের মুখে শ্রেয়স। এর আগে ঈশান কিষানের (Ishan Kishan) রনজি না খেলা নিয়েও বিরক্ত ছিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এনসিএ-এর হেড অফ স্পোর্টস সায়েন্সে অ্যান্ড মেডিসিনের হেড নীতীন প্যাটেল ইমেইলে লিখেছেন, “ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরই যে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেখানে শ্রেয়সের নতুন কোনও চোট ছিল না। ও খেলার মতো ফিট রয়েছে। এমনকি ভারতীয় দল রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে যাওয়ার আগেও শ্রেয়স চোটে আক্রান্ত হয়নি।” জাতীয় দলে ফিরতে হলে রনজি ট্রফিতে পারফর্ম করতে হত শ্রেয়সের। এবং তাঁর যে কোনও চোট নেই সেটা এই মেইলেই পরিষ্কার। এর পরেই রনজি না খেলার জন্য বিতর্কে জড়ালেন কেকেআর অধিনায়ক।
ইদানীং দেখা যাচ্ছে একাধিক ক্রিকেটার কোনও কারণ না দেখিয়ে রনজি ট্রফি খেলতে নামছেন না। হাতের সামনেই রয়েছে ঈশানের উদাহরণ। তাঁকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঈশানকে বোর্ড নির্দেশ দিয়েছিল, রনজি ট্রফিতে নামতেই হবে। কিন্তু বোর্ডের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ঈশান রনজিতে নামেননি। আইপিএলের জন্য তৈরি হচ্ছেন তিনি। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে বরোদায় অনুশীলন করছেন। ঈশানের সঙ্গে শ্রেয়স, দীপক চাহারের মতো অনেকেই মেগা ইভেন্টের প্রহর গুনছেন। রনজি ট্রফির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে। আর সেই প্রবণতা দেখার পরেই বোর্ড সচিব জয় শাহ কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিলেন।
জয় শাহ লিখেছিলেন, “সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের কাছ থেকে এটা একেবারেই প্রত্যাশিত নয়। ঘরোয়া ক্রিকেট হল ভিত্তিপ্রস্তর। এর গুরুত্বকে ছোট করার কোনও কারণই নেই। ভারতীয় ক্রিকেটের উদ্দেশ্য খুব পরিষ্কার। যারা জাতীয় দলের হয়ে খেলতে চায়, তাদের ঘরোয়া টুর্নামেন্টে প্রমাণ করতে হবে। ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলে তার ভিত্তিতেই জাতীয় দলে সুযোগ পাওয়া যাবে। রনজি না খেললে সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
তবে শ্রেয়স, ঈশান, দীপক চাহারের মতো ক্রিকেটাররা বোর্ডের নির্দেশিকা একেবারেই মেনে চলছেন না। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.